মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে কলকাতা নিউ আলিপুরে ঘটে গেল আরও এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা। শুক্রবার তোপসিয়ার এক বস্তিতে আগুন লেগেছিল। এই ঘটনার ২৪ ঘন্টার মধ্যেইFire Incident। এছাড়াও কয়েক মাসের ব্যবধানেই শহরের অন্যান্য জায়গাতেও একাধিক বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।
সামনেই বড়দিন, গোটা শহর যখন আলোয় ঝলমল করছে তখনই শনিবার সন্ধ্যায় নিউ আলিপুরের দুর্গাপুর সেতুর নীচের বস্তিতে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মেয়র ফিরহাদ হাকিম। এদিন তাঁর সঙ্গেই ছিলেন রাজ্যের আরও এক মন্ত্রী অরূপ বিশ্বাস। শনিবার ঘটনাস্থল পরিদর্শনের পর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন কেন বারবার ঝুপড়িগুলোতে আগুন লাগছে তা খতিয়ে দেখতে হবে।
শনিবার সন্ধ্যায় বস্তিতে আগুন লাগতেই মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় ওই বস্তির একাধিক ঝুপড়ি। শীতের সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ আলিপুর সেনা ছাউনির জওয়ানরাও। দমকল কর্মীদের সাথেই এদিন কাঁধে কাঁধ মিলিয়ে আগুন নেভানোর কাজ করেন জাওয়ানরা।
আরও পড়ুন: New Alipore Fire: পুড়ছে একের পর এক ঝুপড়ি নিউ আলিপুরের বস্তিতে
রাজ্যের দুই মন্ত্রীর পাশাপাশি এদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কাউন্সিলর দেবাশীষ কুমার। কলকাতার একাধিক ঝুপড়িতে আগুন লাগার ঘটনা প্রসঙ্গে ফিরহাদ এদিন প্রশ্ন তোলেন, ‘ঝুপড়িতেই বারবার কেন আগুন লাগছে? কিছু তো একটা হচ্ছে! খতিয়ে দেখতে হবে। ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য হয়তো ঘরের মধ্যে আগুন পোয়ানো হচ্ছিল। সেই থেকেও আগুন লাগতে পারে’। একই সাথে এদিন ফিরহাদ বলেন, ‘ওই ঝুপড়ি বেআইনিভাবে রেলের জায়গায় গড়ে উঠেছে। তাই কতজন থাকতেন তা এখনই বলা সম্ভব নয়।’
আরও পড়ুন: West Bengal Weather: বৃষ্টি কাটিয়ে ফের পারদ পতন বাংলায়
কিভাবে আগুন লাগল? তা জানতে চাওয়া হলে এদিন মন্ত্রী, অরূপ বিশ্বাস সটান জানান, ‘আমি বিশেষজ্ঞ নই। তবে আগুন নেভানোর কাজে এগিয়ে আসার জন্য স্থানীয় লোকজনকে অভিনন্দন জানাই।’ সেই সাথে তিনি জানিয়েছেন আগুন লাগার আসল কারণ,আগুন নেভার পরেই জানা যাবে। শুক্রবার সকালে তোপসিয়ার বস্তিতে আগুন লাগার পর শতাধিক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছিল। দমকলের মোট কুড়িটি ইঞ্জিনের দীর্ঘক্ষণের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে। নভেম্বর মাসেও কলকাতার বেশ কয়েকটি ঝুপড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল।