Wednesday, 30 April, 2025
30 April, 2025
HomeবিনোদনFire breaks out at Shaan’s: ভয়ানক কাণ্ড, মাঝ রাতে গায়ক শানের বহুতলে...

Fire breaks out at Shaan’s: ভয়ানক কাণ্ড, মাঝ রাতে গায়ক শানের বহুতলে আগুন

মঙ্গলবার ভোরে মহারাষ্ট্রের মুম্বইয়ে শানের বান্দ্রার অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে আগুন লেগে গিয়েছে বলে শোনা গিয়েছে

ভয়ানক কাণ্ড। মাঝ রাতে গায়ক শানের বহুতলে আগুন। মঙ্গলবার ভোরে মহারাষ্ট্রের মুম্বইয়ে শানের বান্দ্রার অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে আগুন লেগে গিয়েছে বলে শোনা গিয়েছে। ফ্ল্যাটের জানালা দিয়ে কালো ঘন ধোঁয়া বের হতে দেখা যায় দূর থেকে। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর এমনটাই। কী ভাবে আগুন লেগেছে? কী কী ক্ষতি হয়েছে? বিস্তারিত এখনও কিছু জানা যায়নি।

আরও পড়ুন: Bangladesh: হাসিনাকে ফেরত পাঠানোর আর্জি বাংলাদেশের

গত কয়েক দিনে অনেক বারই মুম্বইয়ে আগুন লাগার ঘটনা প্রকাশ্যে এসেছে। সোমবার মুম্বইয়ের আরও একটি জায়গায় আগুন লেগেছিল। মানখুর্দ-এর একটি বস্তি এলাকায় বাতিল জিনিসপত্রের গোডাউনে আগুন লাগার ঘটনার কথা শোনা যায়। ওই ঘটনায় ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। মুম্বইয় পুরসভার এক আধিকারিক জানিয়েছিলেন. দমকলের চারটি ইঞ্জিন ও অন্যান্য গাড়ি গিয়ে নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: Shyam Benegal Death: ভারতীয় সিনেমার কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগলের প্রয়াণ

গত ২৭ নভেম্বরেও এক বহুতল ভবনে আগুন লেগেছিল। ঘটনায় জখম হন এক মহিলা দমকলকর্মী ও আবাসনের তিন বাসিন্দা। অগ্নিনির্বাপণ অভিযানের সময় ডোংরি এলাকার ওই ‘আনসারি হাইটস’ আবাসিক ভবন থেকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। কী কারণে এই ঘটনা ঘটেছিল? তার তদন্ত করা হচ্ছে। শোনা যাচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে ঘটনার সূত্রপাত হয়। উল্লেখ্য, শান যে আবাসনে থাকেন সেখানে কী ভাবে আগুন লাগল সেই উত্তর অবশ্য অধরা। এ প্রসঙ্গে গায়কের তরফ থেকেও কিছু জানা যায়নি।

এই মুহূর্তে

আরও পড়ুন