Saturday, 2 August, 2025
2 August, 25
Homeউত্তরবঙ্গBalurghat: "ইমাজিনিয়া" বালুরঘাট আন্তর্জাতিক ফটোগ্রাফি উৎসব শুরু

Balurghat: “ইমাজিনিয়া” বালুরঘাট আন্তর্জাতিক ফটোগ্রাফি উৎসব শুরু

৮ম - "ইমাজিনিয়া" বালুরঘাট আন্তর্জাতিক ফটোগ্রাফি উৎসব ২০২৪ - ২৫ শুরু হলো

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

জয়দ্বীপ মৈত্র (দক্ষিণ দিনাজপুর):

বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর ফিল্ম এন্ড ফটোগ্রাফি ক্লাবের পরিচালনায় ২৫শে ডিসেম্বর বুধবার থেকে পাঁচদিনব্যাপী সুরেশ রঞ্জন পার্কে ৮ম – “ইমাজিনিয়া” বালুরঘাট আন্তর্জাতিক ফটোগ্রাফি উৎসব ২০২৪ – ২৫ শুরু হলো।

আরও পড়ুন: Today,s Horoscope: আজ ২৬ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার, সকাল সকাল চায়ের কাপে চুমুক দিতে দিতে দেখে নিন আজকের রাশিফল

এই আন্তর্জাতিক ফটোগ্রাফি উৎসব ২৯শে ডিসেম্বর রবিবার পর্যন্ত অনুষ্ঠিত হবে। ফটোগ্রাফি উৎসবে ছোট ছোট বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতার ছবির পাশাপাশি ১১০ টি ফটোগ্রাফ, ২১টি পেইন্টিং এবং ১০০টি মোবাইল ফটোগ্রাফ আছে।

আরও পড়ুন: Christmas: বড়দিন উপলক্ষে গঙ্গারামপুরের ক্যাথলিক চার্চে ভিড় জেলাবাসি সহ স্থানীয়দের

এই ফটোগ্রাফি উৎসবে দক্ষিণ দিনাজপুর জেলার ফটোগ্রাফারদের ছবির পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার এবং জেলার বাইরে ভারতের বিভিন্ন রাজ্যের ফটোগ্রাফারদের ছবি ছাড়াও বাংলাদেশ, ইতালি ও আমেরিকা সহ বিভিন্ন দেশের ফটোগ্রাফারদের ছবি আছে। ফটোগ্রাফি উৎসবের শেষ দিন বালুরঘাটে স্থানীয় ব্যান্ডের দ্বারা সংগীতানুষ্ঠান হবে।

এই মুহূর্তে

আরও পড়ুন