Sunday, 3 August, 2025
3 August, 25
Homeউত্তরবঙ্গSiliguri: শিলিগুড়ি ১৪ নম্বর ওয়ার্ডের সূচনা হলো উন্মিলন ওয়ার্ড উৎসবের

Siliguri: শিলিগুড়ি ১৪ নম্বর ওয়ার্ডের সূচনা হলো উন্মিলন ওয়ার্ড উৎসবের

থাকছে ক্রীড়া প্রতিযোগিতাও

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাসগুপ্ত, শিলিগুড়ি

উম্মিলন ২০২৫: আজকে শিলিগুড়ি ১৪ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড উৎসবের সূচনা হলো আজকে।  প্রদীপ জ্বালিয়ে এই ওয়ার্ড উৎসবের সূচনা করলেন শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী  এবং ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং এমএমআইসি শ্রাবণী দত্ত। ‘উন্মিলন ২০২৫’  চলবে আগামী ১২ তারিখ পর্যন্ত।

এক বর্ণাঢ্য শোভাযাত্রা, এবং তার সাথে সাথে থাকছে  সঙ্গীত, নৃত্য এবং অঙ্কন প্রতিযোগিতা। থাকছে ক্রীড়া প্রতিযোগিতাও। আজকের সকালের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির ১৪ নম্বর ওয়ার্ডের স্থানীয় মানুষ, এবং পুরুষ এবং মহিলা কর্মীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী এবং কাউন্সিলর শ্রাবণী দত্ত।

প্রচন্ড ঠান্ডার মধ্যে ১৪ নম্বর ওয়ার্ডের এই আকর্ষণীয় ওয়ার্ড উৎসবকে ঘিরে সাধারণ মানুষের উন্মাদনা এবং উত্তেজনা ছিল দেখবার মতন। কাউন্সিলর এবং এম এমআইসি শ্রাবণী দত্ত জানালেন আমাদের এই ওয়ার্ড উৎসবকে ঘিরে প্রতিবছরই মানুষের আকর্ষণ এবং উন্মাদনা থাকে। এবং আমিও চেষ্টা করি  যাতে মানুষ এই ওয়ার্ড উৎসবকে নিয়ে  আনন্দে মেতে ওঠে। আমি সমস্ত ওয়ার্ডের মানুষকে আহ্বান করছি আপনারা আসুন এসে ওয়ার্ড উৎসবে অংশগ্রহণ না করলেও আপনাদের ছেলে মেয়েরাই তো এই ওয়াজ উৎসবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, তাদের উৎসাহ দিন। তাহলেই সফল হবে আমার একান্ত আপন আমার এই উম্মিলন, জানালেন তিনি।

এই মুহূর্তে

আরও পড়ুন