Wednesday, 30 April, 2025
30 April, 2025
Homeদক্ষিণবঙ্গPurulia: জোশ একাডেমির পক্ষ থেকে সম্বর্ধনা সভা

Purulia: জোশ একাডেমির পক্ষ থেকে সম্বর্ধনা সভা

সঞ্জয় সিংহ, পুরুলিয়া:

পুরুলিয়া জেলার জয়পুর ব্লকের অন্তর্গত জোস অ্যাকাডেমির পক্ষ থেকে বিগত চার থেকে পাঁচ মাসের মধ্যে যে সকল ছাত্র-ছাত্রীরা প্রশিক্ষণ নিয়ে বেশ কয়েকজন ভারত মায়ের সেবাই নিযুক্ত হলেন তাদেরকে আজ জয়পুরের ফরেস্ট মোড়ে জোশ একাডেমির পক্ষ থেকে এক সম্বর্ধনা সভার আয়োজন করা হয়েছিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোশ একাডেমীর কর্ণাধার এক্স  আর্ম রামকৃষ্ণ মাহাতো এক্স কমান্ডোর তড়িৎ প্রকাস মাহাতো এক্স আর্মি গনেশ চন্দ্র মন্ডল এক্স আর্মি বিমল মাহাতো জাগেশ্বর মাহাতো এক্স বিএসএফ পাপ্পু  গড়াই আর্মি সমাজসেবী এবং সমাজসেবী পূজা কুমারী মাহাতো অ অম্বুজ হাজরা এবং ওই এলাকার বিশিষ্টজনেরা

আরও পড়ুন: Today’s Horoscope: আজ ১১ ই জানুয়ারি ২০২৫ শনিবার; এই আটটি রাশির কেরিয়ারে উন্নতি

এই মুহূর্তে

আরও পড়ুন