Tuesday, 14 October, 2025
14 October
Homeউত্তরবঙ্গSiliguri: শংকর ঘোষ শুনলেন মানুষের সমস্যার কথা

Siliguri: শংকর ঘোষ শুনলেন মানুষের সমস্যার কথা

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাসগুপ্ত, শিলিগুড়ি

সকালে নিজের অফিস খুলে, সব মানুষের সমস্যার কথা শুনলেন শিলিগুড়ি বিধায়ক শংকর ঘোষ। তিনি এদিন জানালেন শিলিগুড়িতে সবসময় থাকতে পারিনা, বিধায়ক তাই বাইরে থাকতেও হয়। দলের বিভিন্ন কর্মসূচি থাকে, দায়িত্ব থাকে। তাই বাইরে থাকি।

আরও পড়ুন: ISL 2024-25 Derby: ‘দশ’ কা দম! ডার্বির ‘অসম’; কি চাকা ঘোরাবে ইস্টবেঙ্গল? না কী জিতবে মোহনবাগান?

তবে শিলিগুড়ি থাকলে চেষ্টা করি রোজ অফিসে বসতে। যারা অফিসে আসেন, তাদেরও সুবিধা হয়। অনেকেই নানান সমস্যা নিয়ে আমার কাছে আসেন, আর আমি চেষ্টা করি তারা যাবে তাদের মুখে যেন হাসি থাকে। এটাই আমার কাজ, মানুষ ভালোবেসে বিশ্বাস করে আমাকে ভোটে জিতিয়েছেন, আর আমার দায়িত্ব এবং কর্তব্য তাদের জন্য কিছু করা।

আরও পড়ুন: Purulia: জোশ একাডেমির পক্ষ থেকে সম্বর্ধনা সভা

এদিন বিধায়ক সকালে বসতেই প্রচুর মানুষ আসতে শুরু করেন, একের পর এক সমস্যা শুনে  বিধায় তার সমাধানের উপায় বাতলে দেন। আমার ভালো লাগে, সমস্যা নিয়ে এসে যদি কেউ হাসিমুখে ফিরে যায়। ওটাই আমার কাছে আশীর্বাদ, জানালেন বিধায়ক শংকর ঘোষ।

এই মুহূর্তে

আরও পড়ুন