Sunday, 3 August, 2025
3 August, 25
HomeকলকাতাKolkata: আগ্নেয়াস্ত্র কলকাতায়; তদন্তে পুলিশ

Kolkata: আগ্নেয়াস্ত্র কলকাতায়; তদন্তে পুলিশ

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ-সহ ধরা পড়লেন বিহারের যুবক। শনিবার গভীর রাতে আনন্দপুর থানার অন্তর্গত পশ্চিম চৌবাগা এলাকায় ঘটনাটি ঘটেছে। জিজ্ঞাসাবাদের পর যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: Sealdah: “তাঁরাই দিচ্ছেন বাধা, যাঁদের জন্য কাজ করা হচ্ছে”, বিরক্ত রেল চিঠি দিচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে

পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম আফগান খান। ২০ বছরের ওই তরুণ বিহারের গয়া জেলার মগরা থানার চোনহা গ্রামের বাসিন্দা। শনিবার রাত ১টা ৩৫ মিনিট নাগাদ পশ্চিম চৌবাগা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে একটি ৭ এমএম দেশি পিস্তল, ম্যাগাজ়িন এবং পাঁচটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দেহভাজন ওই যুবককে প্রথমে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। কোথা থেকে তিনি আগ্নেয়াস্ত্রটি পেয়েছেন, আগ্নেয়াস্ত্রটি আসলে কার, এ সব জানতে জেরা করা হয় ধৃতকে। তবে ধৃতের বয়ানে অসঙ্গতি ছিল। এর পরেই তাঁকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: RG Kar Case: ‘বিচিত্রবীর্য’! বীর্য এবং বিচার, বিভ্রাটের সম্ভাবনা?

ঘটনার পরেই আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অস্ত্র আইনের ২৫(১)(এ) এবং ২৯ ধারার অধীনে রুজু হয়েছে মামলাও। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। কোথা থেকে ওই যুবক আগ্নেয়াস্ত্র পেলেন, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

এই মুহূর্তে

আরও পড়ুন