Monday, 4 August, 2025
4 August, 25
Homeরাজ্যএকান্ত সাক্ষাৎকারে পর্যটনের মহিরুহু রাজ বাসুর সঙ্গে দেখা গেল বঙ্গবার্তার কর্ণধার চন্দন...

একান্ত সাক্ষাৎকারে পর্যটনের মহিরুহু রাজ বাসুর সঙ্গে দেখা গেল বঙ্গবার্তার কর্ণধার চন্দন দাসকে

ওইদিকে স্টাফ দেরও অসুবিধা হবে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ প্রয়োজনে বঙ্গবার্তার কর্ণধার, সাংবাদিক পৌঁছে গেলেন উত্তরে। নানা মিটিং / মিট আপ এর পাশাপাশি ঘুরে দেখলেন উত্তর। দেখা হল অনেক পরিচিত মানুষদের সাথে। তেমনই এক সাক্ষাৎকারের অভিজ্ঞতা শেয়ার করলেন বঙ্গবার্তার কর্ণধার চন্দন দাস। কথোপকথনে নানা প্রশ্ন করলেন এই চ্যানেলের ডেভলপার সুব্রত সাঁতরা।

সুব্রত সাঁতরা: প্রথমেই আপনি বলুন উত্তরবঙ্গ এসে আপনার কেমন লাগছে?
বঙ্গবার্তার ডাইরেক্টর চন্দন দাস: এক কথায় দারুণ। কাজের চাপে বেড়নো তো হয়ই না। দীর্ঘ জার্নি করে শেষ পর্যন্ত পৌঁছেই গেলাম। আর এই শীতে Just Awesome…

সুব্রত সাঁতরা: এখানে এসে কার সাথে প্রথম দেখা করেছেন?
বঙ্গবার্তার ডাইরেক্টর চন্দন দাস: এখানে আমাদের বন্ধু বলুন বা সাংবাদিক বলুন একজন আছেন…

সুব্রত সাঁতরা: নামটা টা কি বলা যাবে?
বঙ্গবার্তার ডাইরেক্টর চন্দন দাস: হ্যাঁ হ্যাঁ কেন নয়? উনি আমাদের চ্যানেলের জন্য এ পর্যন্ত ডেডিকেটেড সাংবাদিকদের মধ্য একজন। উনার নাম কুশল দাশগুপ্ত।

সুব্রত সাঁতরা: তারপর…?
বঙ্গবার্তার ডাইরেক্টর চন্দন দাস: তারপর আর কি একটু চারিদিকটা ঘুরে ফিরে দেখলাম। অপূর্ব! হালকা বৃষ্টির সাথে কুয়াশা মাখা পথ ঘাট যেন এক সুন্দর মেঘমল্লার।

সুব্রত সাঁতরা: আচ্ছা।
বঙ্গবার্তার ডাইরেক্টর চন্দন দাস: আমার ইচ্ছে ছিল অনেকদিন ধরে, আজ আমার স্বপ্ন সার্থক হলো।

সুব্রত সাঁতরা: সেটা কিরকম?
বঙ্গবার্তার ডাইরেক্টর চন্দন দাস:
দেখা হল রাজ দার সাথে। কথা বলেই বুঝলাম কি প্রচন্ড অমায়িক মানুষ উনি। ওনার সাথে অনেকক্ষণ কথা হলো। উনি ব্যস্ত মানুষ একেবারেই সময় নেই ওনার হাতে।

সুব্রত সাঁতরা: তাহলে তো দারুণ ব্যাপার।
বঙ্গবার্তার ডাইরেক্টর চন্দন দাস: বলতে পারেন। কারণ উনার কথা অনেকদিন ধরেই শুনেছিলাম, গোটা ভারতবর্ষে পর্যটনের অন্যতম মহীরূহ। তাই একটা আগ্রহ তো ছিলই। আজকে সেটা সার্থক হল বলতে পারা যায়। রাজ বাসুর সাথে দেখা হওয়া আমার জীবনের একটা অন্যতম সেরা অধ্যায় বলতে পারেন। আমি সারা জীবন এই স্মৃতি বহন করে চলবো।

সুব্রত সাঁতরা: তাহলে তো দারুণ ব্যাপার। অন্যতম সেরা অধ্যায় কেন?
বঙ্গবার্তার ডাইরেক্টর চন্দন দাস: শিলিগুড়িতে এসে ওনার সাথে দেখা হওয়া, আমার কাছে একটা স্বপ্নের মত। আমি খুশি ওনার সাথে দেখা করতে পেরে। উনার জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগবে।

সুব্রত সাঁতরা: কদিন কি থাকছেন এখানে?
বঙ্গবার্তার ডাইরেক্টর চন্দন দাস:
না না ফিরে পরবো। নাহলে ওইদিকে স্টাফ দেরও অসুবিধা হবে।

এই মুহূর্তে

আরও পড়ুন