Tuesday, 16 September, 2025
16 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
HomeদেশDelhi Election Results 2025: ঝাড়ু সাফ, দিল্লীর দিল পদ্মে

Delhi Election Results 2025: ঝাড়ু সাফ, দিল্লীর দিল পদ্মে

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দিনের শুরুতেই বড় ধাক্কা AAP-এর। পোস্টাল ব্যালটের গণনা শুরু হওয়ার পরই ৪৫ আসনে এগিয়ে গেল বিজেপি। ২৮ টি আসনে এগিয়ে আপ। এক আসনে এগিয়ে কংগ্রেস।

নয়া দিল্লি আসনে পিছিয়ে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল, কালকাজি আসন থেকে পিছিয়ে বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী। জঙ্গপুরা আসনে পিছিয়ে প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।

আরও পড়ুন: Today’s Horoscope: আজ ৮ ফেব্রুয়ারী শনিবার ২০২৫, জয়া একাদশীতে ইন্দ্র যোগ, গ্রহরাজের কৃপা থাকবে কোন কোন রাশিতে?

দিল্লিতে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা। আর গণনার শুরুতেই এগিয়ে BJP। ৭০টি বিধানসভা আসনের আর্লি ট্রেন্ড বলছে, আম আদমি পার্টি ২৮টি আসনে এগিয়ে। সেখানে BJP এগিয়ে রয়েছে ৪৫টি আসনে। কংগ্রেস ২টিতে। নিজের কেন্দ্রে পিছিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, বর্তমান মুখ্যমন্ত্রী আতিশি, প্রাক্তন মন্ত্রী মণীশ সিসোদিয়া। তবে এগিয়ে রয়েছেন সৌরভ ভরদ্বাজ।

আপাতত চলছে পোস্টাল ব্যালটের গণনা। যা পরবর্তীতে ওলোট পালোট হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ বারের লড়াই ত্রিমুখী। আম আদমি পার্টি যেখানে হ্যাটট্রিকের দৌড়ে নেমেছে, সেখানে প্রত্যাবর্তনের লড়াই কংগ্রেসের। অন্য দিকে, দিল্লি দখলে মরিয়া BJP।

আরও পড়ুন: Kolkata: উদ্বিগ্ন বিচারপতি বসু, ‘হিন্দু স্কুলের, হেয়ার স্কুলের যা অবস্থা…’

অধিকাংশ বুথফেরত সমীক্ষায় দেখা গিয়েছে, BJP দিল্লিতে ক্ষমতায় আসতে চলেছে। যদিও এই সমীক্ষা রিপোর্টগুলি মানতে নারাজ কেজরিওয়াল। তাঁর বিস্ফোরক দাবি, ১৫ কোটি টাকা দিয়ে দলের প্রার্থীদের কেনার চেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির।

ভোট হয়ে গিয়েছে, এ বার গণনার পালা। শনিবার নির্ধারিত হতে চলেছে দেশের রাজধানীর রাজনৈতিক ভবিষ্যৎ। দিল্লি বিধানসভার ৭০টি আসনে ক্ষমতাসীন আম আদমি পার্টির সঙ্গে জোর টক্কর বিজেপির। খাতায়কলমে লড়াইয়ে আছে কংগ্রেসও। তবে গোড়া থেকেই ধারে ও ভারে বেশ পিছিয়ে তারা। বুধবার ভোটগ্রহণের পর অধিকাংশ বুথফেরত সমীক্ষা দিল্লিতে এগিয়ে রেখেছে বিজেপিকে। অরবিন্দ কেজরীওয়ালের দল যার ফলে কিছুটা চাপে রয়েছে। এই আবহে শনিবার দেশের রাজধানীর ভোটগণনা ঠিক করে দেবে, গত দু’বারের মতো ক্ষমতা ধরে রাখতে সক্ষম হবে আপ, না কি শেষ মুহূর্তে পিছন থেকে ব্যবধান কমিয়ে বাজিমাত করবে বিজেপি।

দ্বিতীয় রাউন্ডে এগোলেন কেজরী

দিল্লির ভোটগণনার দ্বিতীয় রাউন্ডে সামান্য এগোলেন কেজরীওয়াল। বিজেপির প্রবেশ সিংহ কিছুটা পিছিয়ে পড়েছেন।

পিছিয়ে গেলেন ভরদ্বাজ

সৌরভ ভরদ্বাজ পিছিয়ে গেলেন। গ্রেটার কৈলাসে তাকে ছাপিয়ে গিয়েছেন শিখা রায়।

এই মুহূর্তে

আরও পড়ুন