মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা শুক্রবার নতুনদিল্লীতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সাথে তাঁর সরকারি বাসভবনে এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকালে উভয়ের মধ্যে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন গুরুত্ত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ক্ষেত্রে ত্রিপুরার জন্য বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প গৃহীত হওয়ায় জেপি নাড্ডাকে ধন্যবাদ জানান। পাশাপাশি জেপি নাড্ডাও স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে ত্রিপুরাকে সাহায্যের প্রতিশ্রুতি দেন।
আরও পড়ুন: CPI(M): বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মনোযোগীই নয় পার্টি, উল্লেখ রিপোর্টে
এরপর তিনি নয়া দিল্লীতে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সংগঠন মহামন্ত্রী বি এল সন্তোষ এর সাথেও সাক্ষাত করেন। এই সাক্ষাৎকালে সংগঠন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: Siliguri: বিনা অর্থে রোগী দেখছেন ডাক্তারবাবু শীর্ষেন্দু পাল
একই দিনে ভারতীয় জনতা পার্টি জাতীয় সাধারণ সম্পাদক অরুন সিংয়ের সাথেও সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। বিজেপি সদর দপ্তর, নয়াদিল্লিতে হয় এই সাক্ষাৎ পর্ব।