Tuesday, 14 October, 2025
14 October
Homeউত্তরবঙ্গSiliguri: ফের শিশু মৃত্যু শিলিগুড়িতে! চিকিৎসার গাফিলতির অভিযোগ

Siliguri: ফের শিশু মৃত্যু শিলিগুড়িতে! চিকিৎসার গাফিলতির অভিযোগ

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

ফের শিশু মৃত্যুর ঘটনা সামনে আসলো শিলিগুড়িতে। শিলিগুড়ি ৩৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা  অমিত সাহা তার সন্তান সম্ভবা স্ত্রীকে ভর্তি করেছিলেন শিলিগুড়ি জেলা হাসপাতালে। গতকাল রাতে তার স্ত্রীর সন্তান হয়। অথচ আজ সকালে  তাকে জানানো হয়  তার সন্তান আর নেই। মাথায় আকাশ ভেঙে পড়ে অমিতবাবুর।

আরও পড়ুন: Siliguri: শিলিগুড়ি মিত্র সম্মিলনীর ১১৬ বছর পূর্তি

তিনি জানান  তবে কেন তাকে জানানো হয়েছিল  যে তার সন্তান ভালো আছে এবং সুস্থ আছে। তার পরিবারের লোকেরা প্রচন্ড ক্ষোভে ফেটে পড়েন। শিলিগুড়ি পুলিশ স্টেশনে খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘটনার তদন্ত করছে। অমিত বাবু জানিয়েছেন তিনি অনেকবারই জানতে চেয়েছেন তার সন্তান কেমন আছে, তা স্ত্রী কেমন আছে প্রতিবারই বলা হয়েছে ভালো আছে তার স্ত্রী। কিন্তু কিভাবে এই দুর্ঘটনা ঘটে গেল বুঝতে পারছে না কেউ।

আরও পড়ুন: Minakhi Mukherjee: অল্প দূর না বহু দূর? মিনাক্ষী যাবেন কত দূর?

সকালে ছুটে এসেছেন পাড়ার লোকেরা, যে ডাক্তার চিকিৎসা করছিলেন তার বিরুদ্ধে একরাশ ক্ষোভ পাড়ার লোকেদের। কিভাবে এই ঘটনা ঘটে গেল, যেখানে বারবার এই একই দুঃখজনক ঘটনা ঘটে যাচ্ছে  সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ  কেন দিচ্ছে না? তার স্ত্রী সন্তান হারানোর ফলে প্রায় বাক রুদ্ধ  অবস্থায় হয়ে গেছেন। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

এই মুহূর্তে

আরও পড়ুন