Thursday, 6 November, 2025
6 November
Homeউত্তরবঙ্গSiliguri: শিলিগুড়িতে টিন কেটে চুরি মুদির দোকানে

Siliguri: শিলিগুড়িতে টিন কেটে চুরি মুদির দোকানে

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

শিলিগুড়িতে টিন কেটে চুরি। অবাক সাধারণ মানুষ। টিন কেটে চোর ভিতরে ঢুকে  চুরি করে নিয়ে গেল, বিভিন্ন ধরনের সামগ্রী। চাল, ডাল, চিনি থেকে আরম্ভ করে বিস্কুট এবং টাকাপয়সা সবকিছুই। সকালে এসে মুদির দোকানের মালিক দেখলেন, দোকান খোলা পড়ে আছে। ভিতরে গিয়ে দেখলেন দোকান একেবারে তছনছ হয়ে আছে।

আরও পড়ুন: Siliguri: শিলিগুড়ি মিত্র সম্মিলনীর ১১৬ বছর পূর্তি

টাকা বেশি না গেলেও বেশ কিছু টাকা চুরি হয়ে গেছে। চাল বিস্কুট ডাল সব চুরি হয়ে গেছে। জিজ্ঞাসা করা হচ্ছে আশেপাশের দোকানদারদের, কিভাবে চুরি হয়ে গেল এবং কিভাবে এই ঘটনা ঘটে গেল তার তদন্ত করছে পুলিশ। খুব সম্ভবত মনে করা হচ্ছে, তিনজন ভিতরে ঢুকেছিল। তিনজনে ভিতরে ঢুকে অকাতরে জিনিস ঢোকায় ব্যাগের মধ্যে। প্রায় এক ঘন্টার উপরে সময় নিয়ে চুরি করে তারা। যাওয়ার সময় চেষ্টা করে সাটার নামিয়ে যাওয়া। অবাক এই চুরিতে, খুদ্ধ এলাকার মানুষও। অনেকেই বলছেন, একেবারে আইন-শৃঙ্খলা নেই। রাত্রিবেলা নেশাখোররা ঘুরে বেড়াচ্ছে, যার পরিণতি এই ঘটনা।

এই মুহূর্তে

আরও পড়ুন