Sunday, 3 August, 2025
3 August, 25
Homeরাজ্যSiliguri: অসুস্থ ছাত্রী, পর্ষদের হস্তক্ষেপে চলল কলম

Siliguri: অসুস্থ ছাত্রী, পর্ষদের হস্তক্ষেপে চলল কলম

মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি

মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ল এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির সারদামণি হাইস্কুলে। তিলেশ্বরী বিদ্যামন্দিরের ছাত্রী শুভশ্রী বর্মন পরীক্ষা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শুভশ্রীর বাড়ি শিলিগুড়ির ক্ষুদিরাম পল্লীতে। সারদামণি হাইস্কুলে তার পরীক্ষার সিট ছিল। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর থেকেই সে অসুস্থ বোধ করতে থাকে।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ হলে মধ্যশিক্ষা পর্ষদ বোর্ডের কর্মকর্তাদের উদ্যোগে শুভশ্রীকে ফের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। পরীক্ষা কেন্দ্রে একজন চিকিৎসককে রাখা হয়েছে তার শারীরিক অবস্থার ওপর নজর রাখার জন্য।

তবে কী কারণে শুভশ্রী অসুস্থ হয়ে পড়েছিল, তা এখনও জানা যায়নি। তার পরিবারের সদস্যরাও অসুস্থতার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি।

পরীক্ষা শেষ হওয়ার পর তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে নাকি সেখানেই রাখা হবে, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। আপাতত শুভশ্রীর সুস্থভাবে পরীক্ষা সম্পন্ন করার দিকেই নজর রাখা হচ্ছে। পরীক্ষা শেষে তার কাছ থেকে অসুস্থতার কারণ জানার চেষ্টা করা হবে।

এই মুহূর্তে

আরও পড়ুন