Sunday, 3 August, 2025
3 August, 25
Homeরাজ্যNorth Bengal: আবারও উঠলো আলাদা রাজ্যের দাবি, এবার বিধায়কের

North Bengal: আবারও উঠলো আলাদা রাজ্যের দাবি, এবার বিধায়কের

সেটাকে দিয়ে ২০০ বছর চলে যাবে

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

এবার বিধায়ক শিখা চ্যাটার্জী উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করবার দাবি করলেন। তিনি জানালেন অনেক হয়েছে, আর কতদিন সহ্য করবে উত্তরবঙ্গ।

আরও পড়ুন: Siliguri: সাত সকালেই ইডির হানা শিলিগুড়িতে

উত্তরবঙ্গের এত সম্পদ আছে যে সেটাকে দিয়ে ২০০ বছর চলে যাবে। আমাদের দরকার একেবারেই একটা স্থায়ী রাজ্য। যেটাই যদি শুধু উত্তরবঙ্গ কে করা যায় তবেই শান্তিতে মানুষ থাকতে পারবে। রাজ্য সরকার দিনের পর দিন প্রতিশ্রুতি দিচ্ছে আর বঞ্চনা করে চলেছে। আর উত্তরবঙ্গ বাসি অপেক্ষার পর অপেক্ষা করে করে সময় নষ্ট করছে। কি করবে তাদের তো কোন দোষ নেই।

আরও পড়ুন: Kali Activa: ‘কালি অ্যাক্টিভা’ গানে মিস্টি মেয়ের নাচে মজেছে নেটিজেনরা

এবার আমরা পৃথক রাজ্যের দাবী তে আন্দোলন শুরু করব। উত্তরবঙ্গ আলাদাভাবে চলুক। উত্তরবঙ্গ বাশিও তো চায় উন্নয়ন এইভাবে অন্য উন্নয়ন হয় না। তাই আমরা চাই উত্তরবঙ্গ রাজ্য হিসেবে চিহ্নিত হোক , জানালেন বিধায়ক শিখা চ্যাটার্জী।

এই মুহূর্তে

আরও পড়ুন