যশপাল সিং, ত্রিপুরা:
১৯-চড়িলাম তপশিলী উপজাতি সংরক্ষিত বিধানসভা কেন্দ্রের আওতাধীন সুতার মুড়া বাজার এলাকাস্থিত বিজেপির দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে ত্রিপুরায়। নিগো বাণিজ্যকে কেন্দ্র করে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ তথা এডিসির আওতাধীন সুতারমুড়ায় শাসক দল বিজেপির শরিক তিপ্রা মোথা পার্টির মধ্যে রফা বাণিজ্য ঘিরে দেদার দুর্নীতি চলছে বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: Siliguri: শিলিগুড়ি পুরসভার পূর্তি উদযাপন
সেই কারণেই পুড়িয়ে দেওয়া হয়েছে বিজেপির কার্য্যালয়। অন্তত এমনটাই স্থানীয় সূত্রে খবর। এদিকে আগুন লাগার খবর পেয়ে সিপাহীজলা জেলা সদর বিশালগড় থেকে দমকলের একটি ইঞ্জিন ছুটে আসে। ইঞ্জিনের সঙ্গে ছুটে আসেন বাহিনীর কর্মী এবং তৃণমূল স্তরের আধিকারিক। তবে দমকলের ইঞ্জিন ও লোকজন ছুটে আসার আগেই বিজেপির দলীয় কার্যালয়টি পুড়ে ছাঁই হয়ে যায়। স্থানীয় সূত্রে খবর ১৯-তপশিলী চড়িলাম বিধানসভা কেন্দ্র এলাকায় দীর্ঘ দিন ধরে শাসক দলের দুই শরিকের মধ্যে বিবাদ চলছে।
আরও পড়ুন: Siliguri: ক্রেতা সেজে চুরি! গ্রেফতার মা এবং মেয়ে
আর এই বিবাদের মূলে রয়েছে ঠিকেদারী কাজ। এই বাণিজ্যে শরিক তিপ্রা মোথা পার্টির দাপট চলছে। এর জেরেই সুতারমুড়া বাজারস্থিত ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে খবর। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে আসে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।