Thursday, 16 October, 2025
16 October
Homeরাজ্যHappy Street at Balurghat: "হ্যাপি স্ট্রীট"! বালুরঘাটে পথচলা শুরু

Happy Street at Balurghat: “হ্যাপি স্ট্রীট”! বালুরঘাটে পথচলা শুরু

দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

জয়দীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুর:

বর্তমান বিশ্বায়নের কর্মব্যস্ততার যুগে শরীরের পাশাপাশি মনকে প্রফুল্ল ও নির্মল রাখার লক্ষ্যে ২৩শে ফেব্রুয়ারী রবিবার সকালে বালুরঘাট সহ সারা দক্ষিণ দিনাজপুর জেলায় বালুরঘাট পৌরসভা ও দক্ষিণ দিনাজপুর জার্নালিস্টস্ ক্লাবের উদ্যোগে এবং দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় শোভা মজুমদার সরণীতে শরীরচর্চার পাশাপাশি বিভিন্ন বিনোদন অনুষ্ঠানের মাধ্যমে “হ্যাপি স্ট্রীট” – নামক প্রভাতী অনুষ্ঠানের পথচলা শুরু হলো।

আরও পড়ুন: Khowai: রাতের অন্ধকারে পুড়ল জীবনদায়ী ওষুধ

দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা, জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল, বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক কুমার মিত্র, বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ পরিষদের তিন সদস্য অনোজ সরকার, বিপুল কান্তি ঘোষ ও মহেশ পারখ সহ বালুরঘাট পৌরসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা আজকে “হ্যাপি স্ট্রীট”– এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: Siliguri: শিলিগুড়ি পুরসভার পূর্তি উদযাপন

এবছর দক্ষিণ দিনাজপুর তথা সারা গৌড়বঙ্গের মধ্যে প্রথম রঞ্জি ট্রফির খেলোয়াড় বালুরঘাটের গর্ব, বালুরঘাটের ভূমিপুত্র সুমিত মহন্তকে “হ্যাপি স্ট্রীট”– এর অনুষ্ঠান মঞ্চে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। আজকে “হ্যাপি স্ট্রীট”– এর অনুষ্ঠানে যোগ প্রাণায়াম, জুম্বা ডান্স, নাচ, অঙ্কন চিত্রকলা ও ছোট ছোট শিশুদের বিনোদনের জন্য নানা প্রকারের ক্রীড়া সরঞ্জাম রাখা হয়। বালুরঘাটে সর্বস্তরের মানুষ ওই এলাকায় উপস্থিত হয়ে আজকে “হ্যাপি স্ট্রীট”- এর অনুষ্ঠানে যোগদান করেন। আজকে “হ্যাপি স্ট্রীট”- এর অনুষ্ঠানে যোগদানকারী সকলকে বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক কুমার মিত্র শুভেচ্ছা জানান।

এই মুহূর্তে

আরও পড়ুন