(নিজস্ব প্রতিনিধি) যশপাল সিং, ত্রিপুরা:
২৭ বছর বয়সী এক উপজাতি তরুনী গৃহবধূ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ধলাই জেলা সদর আমবাসায়। ঘটনার বিবরণে জানা যায়, আমবাসা থানাধীন উপনগর এলাকায় ২৭ বছরের গৃহবধূ নিলীমা রিয়াং গুলিবিদ্ধ হয়েছে।
আরও পড়ুন: Kolkata: শিয়ালদহ ডিআরএম অফিসে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এর নিকট ডেপুটেশন
দমকল কর্মীরা তাকে হাসপাতালে নিয়ে আসে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত গ্রেপ্তারের খবর নেই। এদিকে গুলিবিদ্ধ নিলীমা রিয়াংয়ের শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গেছে। তিনি নিজ ঘরে বসেই কাজ করছিলেন।
আরও পড়ুন: Mamata Banerjee: নজরে ২০২৬; বৃহস্পতিবার দলের সর্বস্তরের কর্মীদের সঙ্গে বৈঠক
হঠাৎই তিনি গুলিবিদ্ধ হন। ঘটনায় স্তম্ভিত পরিবারের লোকজন। তদন্তে স্বক্রীয় পুলিশ।