আজ বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সাংগঠনিক সভা হবে। আজ সকাল ১১টা থেকে বৈঠকে শুরু হওয়ার কথা।
আরও পড়ুন: South Dinajpur: বুনিয়াদপুর রেলপথ সম্প্রসারণের লক্ষ্যে জমি অধিগ্রহণ
সূত্রের খবর বিধায়ক, সাংসদ, জেলা পরিষদের সভাধিপতি, দলের পদাধিকারিদের বৈঠকে ডাকা হয়েছে। দলের তরফে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। সেই আমন্ত্রণ পত্র পেলেই থাকা যাবে বৈঠকে। বৈঠক থেকে কী বার্তা দেন মমতা ব্যানার্জি সেই দিক তাকিয়ে রাজনৈতিক মহল।
আরও পড়ুন: Maha Sivaratri 2025: সারা দেশের সাথে উত্তরবঙ্গেও মহা সমারহে পলিত হচ্ছে শিবের আরাধনা
রাজনৈতিক মহলে অনুমান, রাশ হাত রাখতে একাধিক সাংগঠনিক রদবদল করতে পারেন মমতা ব্যানার্জি। দল যে তাঁরই, সম্প্রতি বিভিন্ন সাংগঠনিক সভায়, নিজের মুখেই তা বলতে হয়েছে মুখ্যমন্ত্রীকে। বিধানসভায় বিধায়কদের নিয়ে বৈঠক করেও বলতে হয়েছে। মনে করা হচ্ছে, শাখা সংগঠন থেকে দলীয় সাংগঠনিক পদে হতে পারে রদবদল।