Friday, 8 August, 2025
8 August, 25
HomeকলকাতাStudent Strike: কোন পরীক্ষার্থীকে সমস্যায় পড়তে হবে না, ফের জানালো এসএফআই; ছাত্র...

Student Strike: কোন পরীক্ষার্থীকে সমস্যায় পড়তে হবে না, ফের জানালো এসএফআই; ছাত্র নির্বাচনের দাবি পিএসইউ-এর

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগ দাবি করেছেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মন্ত্রীর গাড়ি ছাত্রদের পিষে দেওয়ার চেষ্টা করল। মন্ত্রীকে ধরা হলো না কেন। চালক এবং সওয়ারদের গ্রেপ্তার করা হলো না কেন। গ্রেপ্তার করতে হবে শিক্ষামন্ত্রীকে। হত্যার চেষ্টার অভিযোগ দায়ের করতে হবে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে।

আরও পড়ুন: নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়ে সেমিফাইনালে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি

গতকাল রবিবার যাদবপুর থানার সামনে সংক্ষিপ্ত সভায় এই দাবি তুললেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। “একজনও পরীক্ষার্থীকে কোন সমস্যার মুখে পড়তে হবে না। তারা যাতে ভালো ভাবে পরীক্ষা দিতে পারে তার দায়িত্ব প্রতিটা এসএফআই কর্মীর। অভিভাবকদের বলবো কোন গুজবে কান দেবেন না।” সাংবাদিকদের এই কথা জানালেন এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে।
তিনি জানিয়েছেন ছাত্র ছাত্রীদের জন্য তারা হেল্পলাইন নম্বর চালু করেছেন। নম্বরটি হলো
৯৮৭৫৬২২১৪৭

আরও পড়ুন:  জায়গা খালি, নেই অধ্যাপক; সমস্যায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়

দেবাঞ্জন বলেন, “ছাত্র সংসদ নির্বাচনের দাবিরত ছাত্রদের খুনের চেষ্টা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রীর গ্রেপ্তারের দাবিতে আগামীকাল রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।  উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রাস্তায় রাস্তায় উপস্থিত থাকবে এসএফআইয়ের হেল্প ডেস্ক। কোনও ছাত্রছাত্রী অসুবিধায় পড়লে দ্রুত সমাধানের জন্য থাকছে বিশেষ হেল্পলাইন নম্বর।অপরদিকে পি এস ইউ এর কৌশিক ভৌমিক রাজ্য সম্পাদকও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগ দাবি করেছেন এবং বলেছেন রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে অবিলম্বে নির্বাচনের দাবি করেছেন ।

এই মুহূর্তে

আরও পড়ুন