Wednesday, 15 October, 2025
15 October
Homeরাজ্যSiliguri: এবার থেকে শিলিগুড়িতে বেসরকারি হোর্ডিং-এ বাংলা ভাষা, জানালেন গৌতম দেব

Siliguri: এবার থেকে শিলিগুড়িতে বেসরকারি হোর্ডিং-এ বাংলা ভাষা, জানালেন গৌতম দেব

বাংলা ভাষাকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

এবার থেকে শিলিগুড়িতে বেসরকারি হোর্ডিং-এ বাংলা ভাষায় লিখতে হবে। মেয়র গৌতম দেব এই কথা জানিয়ে  জানালেন এটা বাধ্যতামূলক করা হচ্ছে।

আরও পড়ুন: Lataguri: টিকা দিতে গিয়ে মৃত্যু, ক্ষোভ লাটাগুরিতে

কারণ অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে  বিভিন্ন অবাঙালী প্রতিষ্ঠান হিন্দি এবং ইংরেজিতে লিখে রাখে তাদের হেডিং। অথচ তারা বাংলায় থাকছে এবং বাংলায় খাওয়া-দাওয়া করতে বসবাস করছে। কাজেই এবার তাদের ক্ষেত্রে বাংলায় হোর্ডিং লেখা বাধ্যতামূলক হয়ে যাচ্ছে। যদি হোর্ডিং বাংলায় লেখা না হয় তাহলে সেই ক্ষেত্রে অন্য ব্যবস্থা নেবে স্থানীয় প্রশাসন।

আরও পড়ুন: Odisha: শিশুকে ৩০-৪০ বার গরম ছ্যাঁকা

বাংলা ভাষাকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে বাইরে থেকে আসা বহিরাগত ব্যবসায়ীদের।

এই মুহূর্তে

আরও পড়ুন