সাহেব দাস, তারকেশ্বর:
গোপন সূত্র মারফত খবর পেয়ে পোলবা থানার আমনান গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় লুকিয়ে বেআইনি ও অবৈধ পোস্ত চাষের বিরুদ্ধে আজ তল্লাশি অভিযান চালায় হুগলি গ্রামীণ জেলা পুলিশের অধীনে পোলবা থানার একটি বিশেষ দল।
আরও পড়ুন: দাগাপুর চা বাগানের একটি পরিত্যক্ত জায়গায় চিতাবাঘ
এই বিশেষ দলের নেতৃত্বে ছিলেন হুগলি গ্রামীণ জেলা পুলিশের ডিএসপি ডি এন্ড টি, শ্রী প্রিয়ব্রত বক্সী, পোলবা থানার ওসি নাজিরউদ্দিন আলী সহ পোলবা থানার অন্যান্য পুলিশ কর্মীরা। এই দিন আমনান গ্রাম পঞ্চায়েতের অধীনে ডুবির ভেরি, কারিচা, ডাকাতিয়া ভেরি মৌজায় অভিযান চালায় পুলিশ। সেখানে মোট কম বেশি ১০ – ১২ কাঠা জমির মধ্যে অবৈধভাবে চাষ করা পোস্ত গাছের চারা নষ্ট করেছে পুলিশ। হুগলি গ্রামীন জেলা পুলিশের একটি সূত্র মারার পথ জানা গেছে, “এ ধরনের পোস্ত চাষ করা সম্পূর্ণ বেআইনি, এর থেকে বিভিন্ন ক্ষতিকারক মাদকদ্রব্য উৎপাদিত হয়।
আরও পড়ুন: ভুয়া ভোটার! ১৩ নম্বর ওয়ার্ড-এ ধরা পড়লো
তবে কে বা কারা এ ধরনের বেআইনি চাষবাসের সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতে এ ধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে হুগলি গ্রামীন পুলিশের অভিযান আরো চালানো হবে।



