Monday, 4 August, 2025
4 August, 25
Homeউত্তরবঙ্গSiliguri: পুলকারে আগুন, প্রাণে বাঁচলো পড়ুয়ারা

Siliguri: পুলকারে আগুন, প্রাণে বাঁচলো পড়ুয়ারা

চলন্ত স্কুলের গাড়িতে আচমকাই আগুন

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

স্কুল ভ্যানে আগুন। শিলিগুড়ির দেবিডাঙ্গার কাছে চলন্ত স্কুলের গাড়িতে আচমকাই আগুন, প্রাণে বাঁচলো পড়ুয়ারা। আজ সকালের ঘটনা এটি।

আরও পড়ুন: অপরের জায়গায় সরকারি আবাস তৈরি, তদন্তের দাবি

চালক নিজের দায়িত্ব নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুল ভ্যানে থাকা নজন বাচ্চাকে নিচে নামিয়ে নিয়ে আসেন। কিভাবে ওই ভ্যানটিতে  আগুন লাগলো সেটা জানতে পারা না গেলেও মনে করা হচ্ছে ইঞ্জিন গরম হয়ে এই দুর্ঘটনা ঘটেছে। ভ্যানচালক ভ্যানের বাচ্চাগুলোকে দোকানে বসিয়ে প্রথমে তার স্কুলে ফোন করেন, তারপর প্রত্যেক বাচ্চার অভিভাবকদের ফোন করেন।

আরও পড়ুন: দ্বিতীয় শ্রেণীর পড়ুয়ার নিরুদ্দেশ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রায়গঞ্জ

অভিভাবকেরা ছুটে আসেন, স্কুল কর্তৃপক্ষের তরফ থেকেও দুজন ছুটে আসেন। অভিভাবকেরা জানিয়েছেন স্কুল ভ্যান ঠিক রাখার দায়িত্ব  স্কুলের, সেইখানে কিভাবে এই ঘটনা ঘটে গেল  তারা মনেই করতে পারছেন না। তারা এখন আতঙ্কিত হয়ে পড়েছেন  কিভাবে বাচ্চাদের ভ্যানে করে স্কুলে পাঠাবেন।

এই মুহূর্তে

আরও পড়ুন