Wednesday, 15 October, 2025
15 October
Homeরাজ্যPurva Medinipur: জমি নিয়ে বিবাদ! পাল্টা দোষারপের পালা চলছেই

Purva Medinipur: জমি নিয়ে বিবাদ! পাল্টা দোষারপের পালা চলছেই

চাষ জমিকে নিয়ে গন্ডগোল

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

অংশুমান পন্ডা; ভগবানপুর:

বেশ কয়েকদিন ধরে পূর্ব মেদিনীপুর জেলায় ভগবানপুর বিধানসভা ভগবানপুর ২ নম্বর ব্লকের অর্জুন নগর গ্রাম পঞ্চায়েত এলাকায় চাষ জমিকে নিয়ে গন্ডগোল চলছে।

আরও পড়ুন: খেয়া পারাপারের ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে গোসাবা বিডিওর কাছে ডেপুটেশন জমা দিল আর এস পি

প্রায় কুড়ি বিঘা জমি পাট্টা কে নিয়ে সমস্যা তৈরি হয়েছে আর তাতে দায় চাপিয়েছে অর্জুন নগর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে কোন দোষ না থাকলেও বিরোধী দল রাজনৈতিক ইস্যু করার জন্য গ্রাম পঞ্চায়েত প্রধানের উপরে দোষারোপ করছে বলে জানালেন জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ মানব পড়ুয়া তিনি জানান লোকসভা ভোটের পর ভগবানপুর বিধানসভা বিরোধীদের মাটির পায়ের তলা থেকে সরে গেছে আর সেখানে তৃণমূল শক্তিশালী হয়েছে।

আরও পড়ুন: উত্তেজনা শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে

সেই কারণে পুনরায় মাটির শক্ত করার জন্য বিরোধীদল এই ধরনের ঘটনা করছে বলে তিনি জানান শুধু তাই নয় ভগবানপুর এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি অম্বিকেশ মান্না জানান যে যতই যাই করুক ছাব্বিশে বিধানসভা ভোটে তৃণমূল ব্যাপক জয়ী হবে এবং ভগবানপুর বিধানসভা তৃণমূলের দখলে থাকবে।

এই মুহূর্তে

আরও পড়ুন