Wednesday, 5 November, 2025
5 November
Homeরাজ্যMamta Banerjee: ইফতারে মমতা; ফুরফুরা শরিফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Mamta Banerjee: ইফতারে মমতা; ফুরফুরা শরিফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ফুরফুরা শরিফকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

পবিত্র রমজান মাস উপলক্ষে আগামী সোমবার ইফতার অনুষ্ঠানে যোগ দিতে ফুরফুরা শরিফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় বিধায়ক তথা ফুরফুরা শরিফের পীরজাদা নওশাদ সিদ্দিকির সঙ্গে সাম্প্রতিক বৈঠকের পর, মুখ্যমন্ত্রীর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। জানা গেছে, সরকারি উদ্যোগে ফুরফুরা শরিফে আয়োজন করা হচ্ছে ইফতার সমাবেশ, যেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: শ্রীরামপুরের দে পরিবারের মহিষাসুরমর্দিনীর পুজো

এছাড়া, সফরের সময় পীরজাদা ত্বহা সিদ্দিকির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে সূত্রে জানা গেছে। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই ফুরফুরা শরিফকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। জেলা পুলিশ ও রাজ্য পুলিশের শীর্ষ কর্মকর্তারা প্রস্তুতি পর্যালোচনা করতে সেখানে উপস্থিত হয়েছেন।

আরও পড়ুন: রাজভবনে হবে পাঁচতারা হোটেল! নাম হবে তাজ পুষ্পবন্ত প্যালেস

প্রসঙ্গত তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এই নিয়ে তিনবার ফুরফুরায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

এই মুহূর্তে

আরও পড়ুন