Sunday, 3 August, 2025
3 August, 25
Homeউত্তরবঙ্গSiliguri: পুরসভার বাজেট, বাজেট পেশ করলেন মেয়র গৌতম দেব

Siliguri: পুরসভার বাজেট, বাজেট পেশ করলেন মেয়র গৌতম দেব

শিলিগুড়ি উত্তরবঙ্গের করিডোর এই করিডরের উপর নির্ভর করে বহু মানুষের আয় এবং ব্যয়  নির্ভর করছে

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

আজ শিলিগুড়ি পুরসভার বাজেট পেশ হলো। মোট ১২ কোটি ৪০ লক্ষ টাকার  ঘাটতি বাজেট পেশ করলেন মেয়র গৌতম দেব। জোর দেওয়া হয়েছে যান বাহন রাখার ব্যাপারে, নগরান্নানের ব্যাপারে  এবং সৌন্দর্যে আয়নের ব্যাপারে। মেয়র গৌতম দেব জানালেন শিলিগুড়ি কে স্মার্ট মেগাসিটিতে পরিণত করতে চলেছে এই পুরসভা।

আরও পড়ুন: টাকা পেয়েও বাড়ি তৈরি করেননি বহু উপভোক্তা

তবে সবার আগে আমরা দেখব নাগরিকদের সুযোগ-সুবিধার দিকটা। কারণ নাগরিকরাই আমাদের ভোট দিয়ে বিশ্বাস করে এনেছেন। শিলিগুড়ি উত্তরবঙ্গের করিডোর এই করিডরের উপর নির্ভর করে বহু মানুষের আয় এবং ব্যয়  নির্ভর করছে। শিলিগুড়িতে বহু মানুষ আসেন চিকিৎসা করাতে। এছাড়া মানুষ বিভিন্ন ব্যবসায়ী ছাত্র এখানে আছেন। আমরা তাই চাইছি শিলিগুড়ি যাতে উন্নততাকে উন্নততর হয়। শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডে জলের পরিষেবা নিয়েও আমরা একেবারেই সন্তুষ্ট নই, জানালেন মেয়র। মেয়র জানালেন  শিলিগুড়ি ৪৭ টি ওয়ার্ড  জলের সমস্যা নিয়ে ভুগছে, এর সমাধান আমাদেরই করতে হবে।

আরও পড়ুন: অসম্ভবকে সম্ভব, রোগীকে মৃত করে অপারেশন

বিভিন্ন খাতে টাকা বরাদ্দ করা হয়েছে, এবং আমাদের দেখতে হবে যাতে সেই টাকা সঠিক খাতে ব্যয় হয়। ডেপুটি মেয়র রঞ্জন সরকার, এবং চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী একই মতামত ব্যক্ত করেন। শিলিগুড়ির এয়ারভিউ মোড়ে ৬৫ লক্ষ টাকা ব্যয় করে তৈরী হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর মূর্তি। এটা হবে শিলিগুড়ির অন্যতম গর্বের বিষয়।মেয়র আরো জানান, শিলিগুড়িতে যানবাহন নিয়ে সমস্যায় ভুগছেন স্থানীয় মানুষ, বিশেষ করে বয়স্করা এবং বাচ্চারা  যানবাহনের সমস্যা সমাধান আমাদের করতে হবে। পার্কিং জনের অবস্থা খুব খারাপ, সেদিকেও তাকাতে হবে আমাদের  জানালেন মেয়র।

এই মুহূর্তে

আরও পড়ুন