Sunday, 3 August, 2025
3 August, 25
HomeদেশDigital India: ডিজিটাল ইন্ডিয়ার কামাল! বরখাস্ত এসএসআই

Digital India: ডিজিটাল ইন্ডিয়ার কামাল! বরখাস্ত এসএসআই

ফেইসবুক লাইভে এক যুবকের অভিযোগের জেড়ে বরখাস্ত এসএসআই, ক্লোজড পুলিশের গাড়ি চালক এবং কনস্টেবল

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

নিজস্ব প্রতিনিধি, যশপাল সিং, খোয়াই:

ডিজিটাল ইন্ডিয়ার যুগে হাতের মোবাইলটা আজ অনেক অপকর্মকে রুখে দিতে সক্ষম। পাশাপাশি অন্যায়ের প্রতিবাদ এবং অযথা হয়রানীর থেকে এখন সাধারন মানুষকে রক্ষা করছে সোশাল মিডিয়া বা ইন্টারনেট। এমনটাই অহরহ ঘটে চলছে ত্রিপুরা রাজ্যেও।

আরও পড়ুন: পুরসভার বাজেট, বাজেট পেশ করলেন মেয়র গৌতম দেব

গত ১৪ই মার্চ রাতে আগরতলা উদয়পুর সড়কে গাড়ি আটকে যুবকদের কাছ থেকে গুগল পে’র মাধ্যমে টাকা আদায়ের অভিযোগ তুলেছিলো এক যুবক। সরাসরি সোশাল মিডিয়ায় লাইভে এসে এই অভিযোগ করে সেই যুবক এবং ভিডিওটি ভাইরাল করারও অনুরোধ করে সে। বাকি কাজটা সম্পন্ন করে দিল মিডিয়া। আর মিডিয়ায় খবরের জেড়েই মঙ্গলবার দুপুরে বরখাস্ত বিশ্রামগঞ্জ থানার ASI এবং ক্লোজড পুলিশের গাড়ি চালক এবং কনস্টেবল। জরিমানার আড়ালে ঘুষ নেওয়ার অভিযোগ তুলেছিলেন যুবকটি।

আরও পড়ুন: টাকা পেয়েও বাড়ি তৈরি করেননি বহু উপভোক্তা

অভিযোগ যাচাই করার পর, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিলেন সিপাহীজলার নতুন এসপি বিজয় দেববর্মা। বরখাস্ত করেছেন বিশ্রামগঞ্জ থানার ASI বিবেকানন্দ দেববর্মাকে।ক্লোজড করা হয়েছে পুলিশের গাড়ি চালক তথা SPO পার্থ দাস এবং কনস্টেবল বুদরাই দেববর্মাকে।

এই মুহূর্তে

আরও পড়ুন