Sunday, 3 August, 2025
3 August, 25
Homeউত্তরবঙ্গSiliguri: শিলিগুড়িতে দুই মহিলা মাদক পাচারকারী সহ গ্রেফতার তিন

Siliguri: শিলিগুড়িতে দুই মহিলা মাদক পাচারকারী সহ গ্রেফতার তিন

আন্তর্জাতিক মাদক পাচারকারীদের কোনভাবে কোন যোগাযোগ আছে কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

শিলিগুড়িতে প্রধান নগর এলাকায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মাদক পাচার করার অপরাধে। এদের মধ্যে দুজনই মহিলা। প্রত্যেকের বাড়ি বিহারে, বর্তমানে যারা প্রধান নগর এলাকায় বসবাস করতেন।

আরও পড়ুন: ‘আমি স্পেস সায়েন্স নিয়ে কিছু পড়াশোনা করেছি…’, বিধানসভায় মমতা

প্রচুর টাকা থাকায় এরা বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে ওই এলাকার বেকার যুবক-যুবতীদের ভুলিয়ে-ভালিয়ে ওই কাজ করাতেন। শিলিগুড়ির প্রধান নগরের  বিভিন্ন এলাকা জুড়ে যতই মাদক পাচার। পুলিশ জেরা করে জানতে পেরেছে ওই মাদক পাচারকারীদের সাথে  বহিরাগত মাদক পাচারকারীদের একটা যোগাযোগ ছিল। এবং একটা মোটা টাকার লেনদেন হত। এর আগেও এরা শিলিগুড়িতে মাধব পাচার করতে গিয়ে ধরা পড়ে যায়।

আরও পড়ুন: ছাত্র সংসদ নির্বাচন! এক অভিনব নজির সৃষ্টি

এদের সাথে আন্তর্জাতিক মাদক পাচারকারীদের কোনভাবে কোন যোগাযোগ আছে কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ। এই নিয়ে ৩-৩ বার একই এলাকা জুড়ে এই ঘটনা ঘটায়  সন্দেহ বেড়েছে এলাকার স্থানীয় মানুষদের।  তারা বারবার অভিযোগ করেছেন বারবার বলা হয়েছে এইসব এলাকা জুড়ে বেড়েছে  বহিরাগতদের দাপট। তাই যতটা সম্ভব পারা যায়  সন্ধ্যা বেলার দিকে  বিভিন্ন দোকানের দিকে লক্ষ্য রাখতে। কিন্তু  প্রশাসনের উদাসীনতা  এইসব কারবারীদের কাজকে সহজ করে দিয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন