Sunday, 3 August, 2025
3 August, 25
Homeদক্ষিণবঙ্গBarasat: তৃণমূল কর্মী খুনে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড

Barasat: তৃণমূল কর্মী খুনে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড

তৃণমূল কর্মী খুনের ঘটনায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সমীর দাস, বারাসাত:

তৃণমূল কর্মী খুনের ঘটনায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড নির্দেশ দিলেন বারাসাত আদালত । পুলিশ সুত্রে জানাগেছে অভিযুক্ত সুজিত দাস জামিনে ছিলেন। তিনি শুনানির সময়ও আদালতে উপস্থিত থাকতেন। কিন্তু দোষী সাব্যস্ত হওয়ার আগের তিনি পালিয়ে যান। জামিন প্রাপ্ত অভিযুক্ত পালানোয় ঘটনায় আদালতের নির্দেশ অ্যারেষ্ট ওয়ারেন্ট জারি করা হল।

আরও পড়ুন: ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার দিনহাটার তৃণমূল নেতা

১৪-৫-২০১৮ পঞ্চায়েত ভোটের শেষ বেলায় হাবরা এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির বেরগুম ২ পঞ্চায়েতের তিন নম্বর প্রার্থী বিপ্লব সরকারকে স্থানীয় জামতলা টিএমসি পার্টি অফিসের মধ্যে ঢুকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। এই ঘটনায় মোট ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিলেও নয় জনকে গ্রেফতার করেছিল পুলিশ।

আরও পড়ুন: হোডিং করতে হবে বাংলায়! নির্দেশ পুরসভার

মামলা চলাকালীন যারা জামিন পায় তাদের মধ্যে একজন অভিযুক্ত সুজিত দাস পলাতক। আজ এই মামলার ৭ জনকে  যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিলেন বারাসাত আদালত। আর পলাতক সুজিত দাসকে অভিযুক করলেও তার অনুপস্থিতিতে তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়। তাকে গ্রেফতারের পরে তার বিরুদ্ধেও সাজা ঘোষণা করা হবে।

এই মুহূর্তে

আরও পড়ুন