Saturday, 2 August, 2025
2 August, 25
Homeদক্ষিণবঙ্গBankura: পানীয় জলের সমস্যা আজও বাঁকুড়ার গ্রামে

Bankura: পানীয় জলের সমস্যা আজও বাঁকুড়ার গ্রামে

পানীয় জলের সমস্যায় ভুগছেন বাঁকুড়ার রানিবাঁধ এলাকার মানুষ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

পানীয় জলের সমস্যায় ভুগছেন বাঁকুড়ার রানিবাঁধ এলাকার মানুষ। রানিবাঁধের রাউতাড়া গ্রাম পঞ্চায়েতের আমডাঙা এলাকার ১১টি পরিবার এই সমস্যায় ভুগছেন। অন্তত অভিযোগ এমনই। গ্রামের বাসিন্দারা খালের পাশে ‘চুয়া’ তৈরি করে পানীয় জল সংগ্রহ করে দিনযাপন করছেন। গ্রামবাসীদের অভিযোগ, ভোটের আগে রাজনৈতিক দলের নেতারা জলের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলেও পরে তা পূরণ হয় না।

আরও পড়ুন: কোচবিহার স্টেশনের বোর্ড থেকে মোছা হবে ‘এইচ’

তাঁরা আরও জানিয়েছেন, এখানে বসতি শুরু হওয়ার পর থেকেই পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা নেই। গ্রামের কোনও বাড়িতেই পানীয় জল সরবরাহ হয় না। গ্রামে টিউবওয়েল থাকলেও সেই জলে আয়রন থাকায় তা ব্যবহার যোগ্য নয়। অগত্যা ভরসা গ্রাম থেকে খানিক দূরে খালের পাশের ‘চুয়া’-র জল।

এ বিষয়ে গ্রামের সিপিএম নেতা তথা ডুবুখানা গ্রাম সংসদের সদস্য নকুলচন্দ্র সর্দার বলেন, ‘পানীয় জলের সমস্যা সমাধানে আমি উদ্যোগী হয়েছি। ২০২৩-২৪ সালে পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়ে পঞ্চায়েতের কাছে এ নিয়ে অভিযোগ জমা দেওয়া হয়েছিল। সমস্যার সমাধান না হলে আমরা আবার অভিযোগ জানাব। এ বিষয়ে ব্লক প্রশাসনকেও জানানো হয়েছে।’

আরও পড়ুন: দূরে গেলেও ‘আমি আছি’! ব্রিটেন সফরে চললেন মুখ্যমন্ত্রী

বাঁকুড়া জেলা বিজেপির সম্পাদক দেবাশিস লায়েকের দাবি, ‘এই ঘটনাই প্রমাণ করে যে জঙ্গল মহল আসলে হাসছে না। ২০২৬ সালে এখানকার মানুষ যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি।’

এ দিকে রানিবাঁধ ব্লক তৃণমূল সভাপতি তথা বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ চিত্ত মাহাতো পানীয় জলের সমস্যার সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি দাবি করেছেন, ‘বিষয়টি সম্পূর্ণ মিথ্যে। সর্বত্র জল পৌঁছে গিয়েছে। ওই ‘চুয়া’-র জল শুধুমাত্র ডাল সেদ্ধ করার জন্য মানুষ সংগ্রহ করে। পানীয় জলের কোথাও কোন সঙ্কট নেই।’

এই মুহূর্তে

আরও পড়ুন