Sunday, 3 August, 2025
3 August, 25
HomeকলকাতাEid 2025: খুশির ইদে শামিল মমতা, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন

Eid 2025: খুশির ইদে শামিল মমতা, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন

ছ'দিন লন্ডনে কাটিয়ে শনিবার সন্ধেবেলা কলকাতা ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফর শেষে এবার তিনি শামিল হলেন খুশির ইদে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ছ’দিন লন্ডনে কাটিয়ে শনিবার সন্ধেবেলা কলকাতা ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফর শেষে এবার তিনি শামিল হলেন খুশির ইদে। নিজের সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে লিখলেন, “ঈদ মোবারক!!! ঈদ-উল-ফিতর উপলক্ষে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”

আরও পড়ুন: সরস্বতী পুজোর জন্য ৮০০০ টাকা চাঁদা! ক্লাবের ছেলেরা উঠিয়ে দিল স্কুল

প্রতি বছরই রেড রোডে ইদের নামাজের সময় উপস্থিত থাকেন মমতা। সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে, ফলে দেশটিতে রবিবার পবিত্র ইদ-উল-ফিতর উদযাপিত হবে। শনিবার এক বৈঠকের পর এই ঘোষণা করেছে সৌদি সুপ্রিম কোর্ট। রমজান মাসের সমাপ্তির পর শাওয়ালের চাঁদ দেখার ভিত্তিতেই ইদের দিন নির্ধারিত হয়। সব ঠিক থাকলে আমাদের এখানে সোমবার ইদ।

ইসলাম ধর্মাবলম্বীরা এক মাস রোজা পালনের পর এই বিশেষ উৎসব উদযাপন করেন। সৌদি আরব ঘোষণা করেছে যে, শনিবার সেদেশে শাওয়ালের চাঁদ দেখা গিয়েছে। এর ফলে রবিবার, ৩০ মার্চ, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইদ উল ফিতর পালিত হবে। 

আরও পড়ুন: ধস্তাধস্তি করেও লাভ না হওয়ায় শুরু বিক্ষোভ; সুকান্তদের আটকাল পুলিশ

দুর্গাপুজোর সময় যেমন পুজো উদ্বোধন থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় যুক্ত থাকেন, তেমনই ইদ বা বড়দিনের মতো অনুষ্ঠানেও অংশ নেন তিনি। 

ইদের কয়েক দিনের মধ্যেই আবার রামনবমী। শনিবার, রাজ্য পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করে জানিয়েছে, এই দুই ধর্মীয় অনুষ্ঠানের সময় অশান্তির ষড়যন্ত্রের ছক কষা হচ্ছে। যদিও সে সব রুখে দিতে মমতার প্রশাসন যে একেবারে তৈরি তাও বুঝিয়ে দেওয়া হয়েছে।

 

এই মুহূর্তে

আরও পড়ুন