Thursday, 1 May, 2025
1 May, 2025
Homeআন্তর্জাতিক নিউজDonald Trump: বোমায় গুঁড়িয়ে দেওয়া হবে ইরানকে, সরাসরি হুমকি ট্রাম্পের

Donald Trump: বোমায় গুঁড়িয়ে দেওয়া হবে ইরানকে, সরাসরি হুমকি ট্রাম্পের

তেহরান যদি তাদের পারমাণু কর্মসূচি নিয়ে সমঝোতায় না আসে, তাহলে তাদের উপর বোমা হামলা ও শাস্তিমূলক শুল্ক আরোপ করা হবে, ইরানকে এমনই হুঁশিয়ারি দিলেন ট্রাম্প।

তেহরান যদি তাদের পারমাণু কর্মসূচি নিয়ে সমঝোতায় না আসে, তাহলে তাদের উপর বোমা হামলা ও শাস্তিমূলক শুল্ক আরোপ করা হবে, ইরানকে এমনই হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ওমানের মাধ্যমে ট্রাম্পের পাঠানো চিঠির উত্তর তারা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নতুন একটি পরমাণু চুক্তিতে পৌঁছনোর আহ্বান জানিয়েছেন।

ট্রাম্প তার প্রথম প্রেসিডেন্ট মেয়াদে ইরান ও বিশ্বশক্তিদের মধ্যে ২০১৫ সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। ওই চুক্তির আওতায় ইরান তাদের পারমাণবিক কার্যক্রমে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছিল, যার বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল।

কিন্তু ২০১৮ সালে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে সরিয়ে নিয়ে ইরানের ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। এরপর থেকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানায়, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী পর্যাপ্ত সমৃদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করলেও, এখনও তা অস্ত্র হিসেবে ব্যবহার করার কোনও পদক্ষেপ নেয়নি।

ইরান বরাবরই দাবি করে আসছে যে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ অসামরিক ও জ্বালানি উৎপাদনের জন্য। নিষেধাজ্ঞার চাপে ইরানের অর্থনীতি, আলোচনার দরজা একেবারে বন্ধ নয়। ওয়াকিবহাল মহলের অনেকে মনে করছেন, ওয়াশিংটনের সঙ্গে কোন সমঝোতা হলে তবেই অর্থনৈতিক স্বস্তি ফিরে আসতে পারে।

এই মুহূর্তে

আরও পড়ুন