Wednesday, 15 October, 2025
15 October
Homeদক্ষিণবঙ্গRSP Murshidabad: আর এস পি মুর্শিদাবাদ জেলা সম্পাদক অঞ্জনাভ দত্ত-এর শেষকৃত্য সম্পন্ন

RSP Murshidabad: আর এস পি মুর্শিদাবাদ জেলা সম্পাদক অঞ্জনাভ দত্ত-এর শেষকৃত্য সম্পন্ন

আর এস পি জেলা দপ্তরে এদিন অগণিত পার্টির কর্মী নেতৃত্ব সমর্থক সহ বিভিন্ন দলের নেতৃত্তরাও শ্রদ্ধা নিবেদন করেন

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

গত ৩১ শে মার্চ সোমবার বিকেল ৫:৪৫ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন আর এস পি মুর্শিদাবাদ জেলা সম্পাদক অঞ্জনাভ দত্ত।

আরও পড়ুন: “ঈদ মোবারক”! আর এস পি নেতার ‘পোস্ট’ ঘিরে রাজ্য রাজনীতিতে তুমুল বিতর্ক

আজ ভোর ৫ টায় প্রয়াত নেতার মরদেহ নিজ বাসভবনে নিয়ে আসা হয়, পরবর্তীতে কাশিমবাজার পার্টির লোকাল দপ্তর হয়ে সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত সায়িত থাকে।

আরও পড়ুন: ‘অদক্ষ পুলিশ মন্ত্রী’, পাথরপ্রতিমার বিস্ফোরণের ঘটনায় মমতাকে দায়ী করলেন শুভেন্দু

আর এস পি জেলা দপ্তরে এদিন অগণিত পার্টির কর্মী নেতৃত্ব সমর্থক সহ বিভিন্ন দলের নেতৃত্তরাও শ্রদ্ধা নিবেদন করেন এবং সব শেষে জেলার বিভিন্ন প্রান্তের কর্মীরা একটি সুসজ্জিত মিছিলের মধ্যদিয়ে তাদের নেতাকে শেষ বিদায় জানিয়ে খাগড়া শ্মশান ঘাটে শেষকৃত্য সম্পন্ন করেন। এদিনের শেষ মিছিলে উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সম্পাদক তপন হোড় ও আর এস পি কেন্দ্রীয় কমিটির সদস্য নওফেল মহা: সফিউল্লা।

এই মুহূর্তে

আরও পড়ুন