Wednesday, 15 October, 2025
15 October
Homeআন্তর্জাতিক নিউজFire: আগুনের শিখা উঠল ২০ তলা বিল্ডিং পর্যন্ত, বিস্ফোরণে ঝলসে গেল শয়ে-শয়ে...

Fire: আগুনের শিখা উঠল ২০ তলা বিল্ডিং পর্যন্ত, বিস্ফোরণে ঝলসে গেল শয়ে-শয়ে মানুষ!

ভয়াবহ ওই আগুন কয়েক ঘণ্টা স্থায়ী ছিল, যা দেখা গিয়েছে কয়েক কিলোমিটার দূর থেকেও।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মালয়েশিয়ার রাজধানীর কুয়ালালামপুরের কাছে এক গ্যাস পাইপলাইন বিস্ফোরণে আহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। সংবাদসংস্থা সূত্রে খবর, কুয়ালালামপুরের নিকটবর্তী পুত্রা হাইটসে একটি গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরণটি ঘটে। ভয়াবহ ওই আগুন কয়েক ঘণ্টা স্থায়ী ছিল, যা দেখা গিয়েছে কয়েক কিলোমিটার দূর থেকেও।

আরও পড়ুন: ‘উনি তো একটু এদিক-ওদিক করেন, স্ট্যান্ড ঠিক করা উচিত’, অর্জুনকে পরামর্শ দিলীপের

মঙ্গলবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এক পর্যায়ে আগুনের শিখা ২০ তলা পর্যন্ত উঁচুতে উঠে গিয়েছিল। দেশটির জাতীয় তেল কোম্পানি পেট্রোনাস জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিটে তাদের একটি গ্যাস পাইপলাইনের লিক থেকে আগুনের সূত্রপাত হয় এবং পরে ক্ষতিগ্রস্ত পাইপলাইনটি বিচ্ছিন্ন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানান, ভালভ বন্ধ করে দিলে বাকি আগুন নিভে যাবে।

কুয়ালামপুরকে ঘিরে থাকা রাজ্য সেলাঙ্গরের দমকল বিভাগ জানিয়েছে, তীব্র তাপের কারণে দমকল কর্মীদের আগুনের শিখা পর্যন্ত পৌঁছাতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। সেলাঙ্গর পুলিশের উপ-প্রধান মোহাম্মদ জাইনি আবু হাসান জানিয়েছেন, আগুনে অন্তত ৪৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছেন ১১২ জন। তাদের মধ্যে ৬৩ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে- এদের মধ্যে কেউ দগ্ধ হয়েছেন, কেউ শ্বাসকষ্টে ভুগছিলেন, কারও বা অন্য আঘাত ছিল।

আরও পড়ুন: ভেজাল পনিরে জীবন সংশয়, তবুও দেদারে বিকোচ্ছে শিলিগুড়িতে

আগুনের বিশাল কুণ্ডুলির ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। কয়েকজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, তারা তাদের বাড়ির দরজা ও জানালা কাঁপতে দেখেছেন আর প্রচণ্ড কম্পন অনুভব করেছেন। পেট্রোনাস জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনটি গ্যাস স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে, যদিও সেগুলোতে কোনও প্রভাব পড়েনি। তদন্ত চলমান আছে।

এই মুহূর্তে

আরও পড়ুন