ভোরবেলার দিকে এখনও কিঞ্চিৎ শিরশিরানি ভাব অনুভূত হচ্ছে। তবে তা আর মাত্র কিছুদিনের সঙ্গী। আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টির পূর্বাভাসদিয়েছে আবহাওয়া দফতর। তার জন্যই আপাতত এমন পরিস্থিতি। বৃষ্টির দিন ফুরলেই, প্রবল দাবদাহ ‘কামব্যাক’ করবে।
আরও পড়ুন: মীনাক্ষীর পদোন্নতি নিয়ে চর্চা! জনসমর্থন কেন ফিরছে না? পার্টি কংগ্রেসে উত্তর খুঁজছে সিপিএম
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলায় ঝড়-বৃষ্টির হালকা সম্ভাবনা। কোথাও কোথাও মেঘলা আকাশ থাকবে। এছাড়া ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা হাওয়া বইতে পারে। শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
রবিবার ও সোমবার বৃষ্টি হতে পারে উপকূল ও পূর্ব দিকের জেলাগুলিতে সম্ভাবনা বেশি। মঙ্গলবার কলকাতা সহ ও রাজ্যের সব জেলাতেই ঝড়বৃষ্টির আশঙ্কা। যদিও বৃষ্টি হলেও গরম অনেকটাই বেশি অনুভূত হবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ার কারণে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের সামান্য নীচে রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। আপাতত তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না। আগামী সপ্তাহে হাওয়া বদলের সম্ভাবনা প্রবল। রবিবার থেকে আংশিক মেঘলা আকাশ থেকে মেঘলা আকাশের সম্ভাবনা শহরে।
আরও পড়ুন: ইলন মাস্ক ট্রাম্প সরকার থেকে ইস্তফা দিচ্ছেন? ঘনিষ্ঠমহলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট
এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৭ থেকে ৯০ শতাংশ।
উত্তরবঙ্গে শুক্রবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও একটু বাড়বে। তিন জেলার সঙ্গে মালদহেও বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইতে পারে উত্তরবঙ্গের সব জেলাতে।