Thursday, 1 May, 2025
1 May, 2025
Homeদক্ষিণবঙ্গJhargram: বনাধিকার গ্রাম সভা মোর্চার চতুর্থ বার্ষিক সম্মেলন ঝাড়গ্রামে অনুষ্ঠিত

Jhargram: বনাধিকার গ্রাম সভা মোর্চার চতুর্থ বার্ষিক সম্মেলন ঝাড়গ্রামে অনুষ্ঠিত

এই সম্মেলনে উপস্থিত কর্মকর্তাগন বলেন যে আগামী ২৫ এপ্রিল মহকুমাশাসকের কাছে ডেপুটেশন দেওয়া হবে।

দিলীপ মান্ডি, ঝাড়গ্রাম:

বনাধিকার গ্রাম সভা মোর্চার চতুর্থ বার্ষিক সম্মেলন শুক্রবার ঝাড়গ্রামে অনুষ্ঠিত হল। এই বার্ষিক সম্মেলনটি ঝাড়গ্রামের এক বেসরকারি সভাগৃহে অনুষ্ঠিত হয়। জেলার নয়াগ্রাম এবং বিনপুর ২ ব্লকের ২২ টি গ্রাম সভা থেকে  প্রায় দুই শতাধিক বনাধিকার গ্রাম সভা মোর্চার প্রতিনিধি এই সম্মেলনে যোগদান করেন।

আরও পড়ুন: বড়লোক হওয়ার সময় ট্রাম্প বলছেন! অথচ ডুবছে শেয়ার বাজার

এদিন পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন গ্রাম থেকে গ্রাম সভা মোর্চার সদস্যরা সম্মেলনে উপস্থিত ছিলেন। বনাধিকার গ্রাম সভা মোর্চার এই সম্মেলনে জাতীয় স্তরে বনাধিকার আন্দোলনের নেতা মহারাষ্ট্রের গড়চিরোলি জেলায় কর্মরত কেশব গুমলেও উপস্থিত ছিলেন। সম্মেলনে গ্রামবাসীরা বলেন তারা সরকারি সহায়তা না পেয়েও নিজেদের উদ্যোগে নয়াগ্রাম ও বিনপুর ২ ব্লকে ১১ টি করে মোট ২২ টি গ্রাম সভা আইন অনুযায়ী পঞ্চায়েতের অনুমোদন ও উপস্থিতিতে গঠন করেছেন। গ্ৰাম সভার পক্ষ থেকে বিভিন্ন সময়ে মহকুমাশাসক ও সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে বনাধিকার গ্রাম সভা মোর্চার বিভিন্ন দাবি কখনো সামগ্রিক ভাবে বা কখনো একক ভাবে জানিয়েও  তারা তাদের দাবির কোন স্বীকৃতি পাননি। বনাধিকার গ্রাম সভা মোর্চার এই সম্মেলনে উপস্থিত কর্মকর্তাগন বলেন যে আগামী ২৫ এপ্রিল মহকুমাশাসকের কাছে ডেপুটেশন দেওয়া হবে।

আরও পড়ুন: গুরুত্ব দিলেন না মোদী, হাসিনাকে ফেরানোর দাবি

প্রশাসন পদক্ষেপ না নিলে রাজ্য আদিবাসী উন্নয়ন দপ্তরেও তারা ডেপুটেশন দেবেন বলেও কর্মসূচি নিয়েছেন। কেন্দ্রীয় সরকারের গাইড লাইন অনুযায়ী বন পরিচালনা করার উদ্দেশ্যে সরকারি যোজনা টাকা সরাসরি গ্রাম সভার খাতে আনার জন্য গ্রাম সভার নামে ব্যাংক একাউন্ট খোলার দাবিও জানানো হবে। প্রায়ই দেখা যায় জঙ্গলে আগুন লাগানোর ঘটনা ঘটছে।আগুনের হাত থেকে জঙ্গলকে বাঁচানোর জন্য ব্যাপক ভাবে প্রচার চালানো হবে এবং মানবাধিকার লংঘনের বিরুদ্ধে গ্ৰাম সভা থেকে সরকারি আধিকারিকদের কাছে আইন অনুযায়ী অভিযোগ করা হবে বলেও জানান। এদিন ২০০৬ বনাধিকার আইন, আদিবাসীদের জল, জঙ্গল জমির অধিকার নিয়ে আলোচনা রাখেন ডাঃ মৌসুমি মুর্মু, প্রফেসর গোপীনাথ টুডু, সমাজসেবী রেনুকা সহ আদিবাসী সমাজের বিশিষ্টজন। এছাড়াও এদিন সম্মেলনে বনাধিকার আইনের পক্ষে আদিবাসীদের লোধাশবর সম্প্রদায়ের বনাধিকারের লঙ্ঘনের প্রতিবাদে সওয়াল হন সমাজকর্মী ঝর্ণা আচার্য ও আইনজীবী শান্তনু চক্রবর্তী। এদিনের সম্মেলনটি সঞ্চালন করেন মোর্চার যুগ্ম আহ্বায়ক চৈতন বেসরা ও মন্টু মুর্মু।

এই মুহূর্তে

আরও পড়ুন