নিজস্ব সংবাদ দাতা, নয়াদিল্লি : তীব্র গরমে হাঁসফাঁস করা দিল্লিবাসীর জন্য অবশেষে এল এক স্বস্তির খবর। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) আজ বৃহস্পতিবার রাজধানীতে বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে। এর ফলে গত কয়েকদিন ধরে জারি থাকা তাপপ্রবাহের ‘হলুদ’ সতর্কতাও প্রত্যাহার করা হতে পারে।
আইএমডি-র সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ৯ই এপ্রিল থেকে ১১ই এপ্রিলের মধ্যে দিল্লিতে বৃষ্টি ও বজ্রঝড় হতে পারে। এর জেরে রাজধানীর তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা যাচ্ছে।
এই পূর্বাভাস এমন সময়ে এল যখন দিল্লি এই মরশুমের প্রথম তাপপ্রবাহের সম্মুখীন হয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহে শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল, যা ২০১১ সালের পর এই সময়ের সর্বোচ্চ তাপমাত্রা।
আইএমডি তাদের পূর্বাভাসে জানিয়েছে, “পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর-পশ্চিম ভারতে ৯ই থেকে ১১ই এপ্রিলের মধ্যে বৃষ্টি, বজ্রঝড় এবং দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলস্বরূপ, আগামীকাল, ১০ই এপ্রিল থেকে বিদ্যমান তাপপ্রবাহের পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।”
এই পূর্বাভাস দিল্লিবাসীর জন্য নিঃসন্দেহে এক বড় ধরনের স্বস্তি নিয়ে আসবে, যারা তীব্র গরমের কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন। এখন সকলের অপেক্ষা, কখন সেই বহু প্রতীক্ষিত বৃষ্টি নামে।