Wednesday, 15 October, 2025
15 October
HomeদেশMumbai Attacks: ২৬/১১ মুম্বাই হামলার অভিযুক্ত তাহাউউর রানাকে ১৮ দিনের NIA হেফাজতে

Mumbai Attacks: ২৬/১১ মুম্বাই হামলার অভিযুক্ত তাহাউউর রানাকে ১৮ দিনের NIA হেফাজতে

যৌক্তিকতা প্রমাণ করার জন্য বেশ কিছু জোরালো প্রমাণ পেশ করেছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

নিজস্ব সংবাদদাতা: আজ, শুক্রবার, একটি বিশেষ NIA আদালত ২৬/১১ মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউউর রানাকে ১৮ দিনের জন্য জাতীয় তদন্ত সংস্থার (NIA) হেফাজতে পাঠিয়েছে।

গতকাল, বৃহস্পতিবার, মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক প্রত্যর্পণের পর তাহাউউর হুসেন রানা ভারতে এসে পৌঁছান। এর আগে সন্ধ্যায়, তাঁকে বিশেষ NIA আদালতে পেশ করা হয়েছিল।

সন্ত্রাসবিরোধী সংস্থা NIA রানার পুলিশি হেফাজতের যৌক্তিকতা প্রমাণ করার জন্য বেশ কিছু জোরালো প্রমাণ পেশ করেছে, যার মধ্যে রয়েছে ২৬/১১ হামলার অভিযুক্ত রানার পাঠানো ইমেলও।

সংস্থা আদালতকে জানিয়েছে, এই ভয়াবহ ষড়যন্ত্রের পর্দা উন্মোচন করার জন্য রানাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তদন্তকারীরা এই মারাত্মক সন্ত্রাসী হামলার পরিকল্পনায় রানার ভূমিকাও খতিয়ে দেখবেন।

এই ঘটনায় ২৬/১১ হামলার শিকার ও তাদের পরিবারের জন্য ন্যায়বিচার পাওয়ার আশা আরও জোরালো হল।

এই মুহূর্তে

আরও পড়ুন