Saturday, 2 August, 2025
2 August, 25
Homeউত্তরবঙ্গNakshalbari: এশিয়ান হাইওয়ের পাশে জমি লুট নকশালবাড়িতে

Nakshalbari: এশিয়ান হাইওয়ের পাশে জমি লুট নকশালবাড়িতে

নকশালবাড়ি থেকে খালপাড়া মোড় যেতেই খেমিচ নদীর ধারে এই সব অবৈধ নির্মাণ চোখে পড়বে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

এশিয়ান হাইওয়ের জায়গা বিক্রি হচ্ছে লক্ষাধিক টাকায়। অভিযোগ পাওয়ার পরেও কোনও ব্যবস্থা নেয়নি এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ। নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের খালপাড়া মোড় এলাকায় জাতীয় সড়কের জায়গা লক্ষ লক্ষ টাকায় কেনাবেচার অভিযোগও উঠেছে। জাতীয় সড়কের জায়গায় গজিয়ে উঠেছে একের পর পাকা ঘরবাড়ি, দোকানপাট। বেশ কিছুদিন এনিয়ে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতে অভিযোগ জানান নকশালবাড়ির এক বাসিন্দা। ওই গ্রাম পঞ্চায়েত আবার বিষয়টি এশিয়ান হাইওয়ে-২ কর্তৃপক্ষকে জানায়। তারপরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

ছয় বছর আগে এশিয়ান হাইওয়ে তৈরির আগে লক্ষ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়ে এসব জায়গা থেকে দখলদারদের সরানো হয়েছিল। তারপরেও দীর্ঘদিন রাস্তার ধারের এই সব জায়গা ফাঁকা পড়েছিল। ইদানীং সেই সব জায়গায় গড়ে উঠছে বাড়িঘর, দোকানপাঠ। আরও অভিযোগ, জাতীয় সড়কের ধারে এই সব অবৈধ দোকানে দেদার বিক্রি হচ্ছে নেশার সামগ্রী।

আরও পড়ুন: ‘শিলিগুড়িটা বেশ বদলে গিয়েছে….’, ওরা কি ‘শুভ নববর্ষ’ বলে

নকশালবাড়ি থেকে খালপাড়া মোড় যেতেই খেমিচ নদীর ধারে এই সব অবৈধ নির্মাণ চোখে পড়বে। খালপাড়া মোড় থেকে এশিয়ান হাইওয়ে-২’এর ফ্লাইওভার শুরু হয়েছে। আশপাশের বাসিন্দাদের যাতায়াতের সুবিধার জন্য ফ্লাইওভারের দু’পাশে সার্ভিস রোড তৈরি করা হয়েছে। খালপাড়া মোড়ে এই সার্ভিস রোড দখল করে গড়ে উঠেছে একের পর এক দোকানপাট। জাতীয় সড়কে যাতায়াতকারী বহু গাড়ি এই এলাকায় পার্কিং করে। ফলে এলাকায় গড়ে উঠেছে অনেকগুলি বাড়িঘর-হোটেল-রেস্তোরঁা।

খালপাড়া মোড়ে জাতীয় সড়কের জায়গা দখলে কার্যত প্রতিযোগিতা শুরু হয়েছে। বিশেষ করে খেমচি নদীর ধারে বেশ কয়েকদিন ধরে একের পর এক বিল্ডিং গড়ে উঠেছে। এনিয়ে স্থানীয় বাসিন্দা শ্যামা বর্মন অভিযোগ দায়ের করেন নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতে। তিনি বলেন, ‘খালপাড়া মোড় এলাকায় জাতীয় সড়ক ঘেঁষে আমার বাড়ি। সেখানে সপ্তাহখানেক আগে সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে জাতীয় সড়কের ধারে জায়গা বিক্রি হয়েছে। সেখানে নির্মাণকাজও হয়েছে।  ফলে আমাদের যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। এনিয়ে আমি গ্রাম পঞ্চায়েতকে বিষয়টি জানাই। তারা আমার যাতায়াতের  জায়গা বের করে দেবে বলে আশ্বাস দেয়। কিন্তু কিছুই হয়নি।’

আরও পড়ুন: পুঞ্চে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে জখম জওয়ান

নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘ওই এলাকায় এশিয়ান হাইওয়ে-২’এর জায়গা আর নেই বললেই চলে। যে হারে সার্ভিস রোডের দু’পাশে দখল শুরু হয়েছে তাতে আগামীদিনে সেখানে একটি  গাড়িও পার্ক করা যাবে না। আমরা এই নিয়ে এশিয়ান হাইওয়ে-২’এর দপ্তরে অভিযোগ জানিয়েছি।’

এশিয়ান হাইওয়ে-২’এর অ্যাসিস্ট্যান্ট প্রোজেক্ট ডিরেক্টর দীপ সাহা বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছিলাম, কিন্তু লোকেশন খুঁজে  না পাওয়ায় কিছু করে উঠতে পারিনি। দ্রুত  আবার  ওই এলাকা পরিদর্শন করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’

এই মুহূর্তে

আরও পড়ুন