Thursday, 1 May, 2025
1 May, 2025
Homeআন্তর্জাতিক নিউজPlane Hijack: মাঝ আকাশে পৌঁছতেই পকেট থেকে বেরল ছুরি, যাত্রী বলল, ‘হাইজ্যাক’!

Plane Hijack: মাঝ আকাশে পৌঁছতেই পকেট থেকে বেরল ছুরি, যাত্রী বলল, ‘হাইজ্যাক’!

মাঝ আকাশে টানটান উত্তেজনা। বিমান আকাশে উড়তেই পকেট থেকে ছুরি বের করল যাত্রী।

মাঝ আকাশে টানটান উত্তেজনা। বিমান আকাশে উড়তেই পকেট থেকে ছুরি বের করল যাত্রী। বলল, বিমান হাইজ্যাক করা হচ্ছে। কিন্তু সহযাত্রী যে নিজের কাছে বন্দুক লুকিয়ে রেখেছে, তা জানত না। সহযাত্রীর গুলিতেই মৃত্যু হল ওই হাইজ্যাকারের। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন: ভেজা শরীর বাড়িয়ে দেয় যৌন উত্তেজনা, কেন বৃষ্টির সন্ধ্যায় বাড়ে সঙ্গীর প্রতি আকর্ষণ?

মেক্সিকোর বেলিজে সীমান্তের কাছে কোরেজ়াল শহর থেকে উড়েছিল ট্রপিক এয়ারপ্লেন। ছোট ওই বিমানে মাত্র ১৪ জন যাত্রী এবং ২ জন ক্রু সদস্য ছিল। জনপ্রিয় পর্যটনকেন্দ্র সান পেড্রোর উদ্দেশে যাচ্ছিল বিমানটি। মাঝ আকাশে পৌঁছতেই এক যাত্রী ছুরি হাতে উঠে দাঁড়ায় এবং দাবি করে যে বিমান হাইজ্যাক করা হয়েছে। এই বিমানটিকে নিয়ে দেশের বাইরে যেতে হবে।

তার দাবি শুনে হকচকিয়ে যায় সকলে। এরই মধ্যে পাইলট সহ তিন যাত্রীকে ছুরি দিয়ে কোপায় ওই মার্কিন নাগরিক। যে দুই যাত্রীর উপরে হামলা করে, তাদের মধ্যে একজনের কাছে বন্দুক ছিল। ছুরির আঘাতে আহত হওয়ার পর সে-ও পকেট থেকে বন্দুক বের করে ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে ওই হাইজ্যাকারের মৃত্য়ু হয়।

আরও পড়ুন: কার কেমন কাটবে কৃষ্ণা পঞ্চমী? গুড ফ্রাইডে আপনার জন্য কতটা গুড হবে?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মার্কিন নাগরিকের নাম আকিনেলা সাওয়া টেলর।  আহত পাইলট ও বাকি দুই যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যে ব্যক্তি গুলি চালিয়েছিলেন, ছুরির আঘাতে তাঁর ফুসফুস ফুটো হয়ে গিয়েছে, তাঁর অবস্থা সঙ্কটজনক।

বিমানে যখন এই ঘটনা ঘটছে, তখন মাঝ আকাশে চক্কর কাটছিল বিমানটি। প্রায় দুই ঘণ্টা আকাশে চক্কর কাটে বিমানটি।

এই মুহূর্তে

আরও পড়ুন