Thursday, 1 May, 2025
1 May, 2025
Homeদক্ষিণবঙ্গDumdum: ঝড় বৃষ্টির মধ্যেই দমদম স্টেশনের সামনে RSP-র উদ্যোগে পথসভা

Dumdum: ঝড় বৃষ্টির মধ্যেই দমদম স্টেশনের সামনে RSP-র উদ্যোগে পথসভা

এক বড় সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষ।

দেবজিৎ মুখার্জি, কলকাতা:

বর্তমানে পশ্চিমবঙ্গে একটি বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল। শীর্ষ আদালতের নির্দেশ প্রকাশ্যে আসতেই নিন্দার বন্যা বয়েছে চারিদিকে। বলতে গেলে, সমস্ত অভিযোগের তীর এসেছে রাজ্য সরকারের দিকে। প্রায় সকলেই এটির নিন্দা জানিয়ে সরকারের দুর্নীতিগ্রস্ত নেতা-কর্মীদের একহাত নিয়েছেন। যদিও এটি একমাত্র বিষয় নয়। পেট্রল-ডিজেল, রান্নার গ্যাস ও ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিও চিন্তায় ফেলেছে সাধারণ মানুষকে। কেন্দ্র সরকারকে পড়তে হয়েছে আমজনতার ক্ষোভের মুখে। সবমিলিয়ে, এক বড় সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষ।

আরও পড়ুন: হাতি, বাঘের পর এবার অশরীরীর হানা পুরুলিয়ায়

এর প্রতিবাদ জানাতে একটি সভার আয়োজন করা হয় দমদম স্টেশনে। আয়োজক ছিল বামফ্রন্টের গুরুত্বপূর্ণ শরিক আরএসপি। এদিনের সভায় সংগঠনের কর্মী-সদস্য সহ সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নারায়ণ পাল অরুণাভ লাহিরি, কল্যাণ সেনগুপ্ত মুজিবর রহমান ও জেলা সম্পাদক মির পাল। এছাড়াও বক্তব্য রাখেন আরএসপির যুব সংগঠন আরওয়াইএফের রাজ্য সম্পাদক আদিত্য জোতদার। সকল বক্তাই এই দুরবস্থার জন্য কাঠগড়ায় তোলেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ও কেন্দ্রের শাসকদল ভারতীয় জনতা পার্টিকে। তাঁদের দাবি এই দুই দলের রাজনীতির শিকার হচ্ছে সাধারণ মানুষ। এখানেই শেষ নয়, তাঁরা আরও দাবি করেন যে তৃণমূল ও বিজেপির ঘৃণ্য রাজনীতির জেরে চরম চাপের মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে রাজ্য ও দেশবাসীকে।

আরও পড়ুন: মদন বললেন, ‘ওহ লাভলি’, আমন্ত্রণ না পেয়ে আক্ষেপ কল্যাণের

তবে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি ছাড়াও দুই দলের বিভাজনের রাজনীতি নিয়েও ওঠানো হয় আওয়াজ। কিভাবে কেন্দ্র সরকারের ওয়াকফ আইন অশান্তির পরিবেশ তৈরি করেছে, তা নিয়েও বক্তব্য রাখেন সকলে। সংগঠনের তরফ থেকে এদিন ওয়াকফ আইন প্রত্যাহারের দাবি তোলা হয় এবং স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় যে কোনোভাবেই এই বিভাজন বরদাস্ত করা হবেনা।

এই মুহূর্তে

আরও পড়ুন