Sunday, 3 August, 2025
3 August, 25
Homeউত্তরবঙ্গSiliguri: স্কুলের মাঠে ব্যবসায়িক কার্যকলাপ! প্রতিবাদে সরব ছাত্র এবং অভিভাবক

Siliguri: স্কুলের মাঠে ব্যবসায়িক কার্যকলাপ! প্রতিবাদে সরব ছাত্র এবং অভিভাবক

যদি মেলা বন্ধ না করেন তবে তারা আরো বড় আন্দোলনের পথে যাবেন বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

শিলিগুড়ি হিন্দি হাই স্কুল মাঠে আজ সকাল থেকে প্রতিবাদ শুরু করেছেন, ওই স্কুলের ছাত্র শিক্ষক এবং অভিভাবকেরা। তারা বলছেন স্কুলের মাঠে  অবৈধভাবে লাগানো হয়েছে মেলা। যার ফলে ঢুকতে প্রচন্ড সমস্যা তৈরি হয়েছে  ছাত্র এবং অভিভাবকদের।

আরও পড়ুন: ‘সারাজীবন মর্নিং ওয়াক করলেও ভালবাসা হবে না, বিয়েও হবে না…’, জন্মদিনের দিন কেন এ কথা বললেন দিলীপ

তারা জানিয়েছেন  এইভাবে একটা স্কুলের মাঠে কিভাবে মেলা চালু করা হয়? ছাত্র-ছাত্রীরা  স্কুলে পর চলে যেতে বাধ্য হচ্ছেন। সারা মাঠ নোংরা হয়ে যাচ্ছে, অস্বস্তি বোধ করছেন শিক্ষক। সবার একই কথা স্কুলের মাঠে কিভাবে মেলা করানো হচ্ছে। আর অনুমতি বা কে দিচ্ছে? দিনের পর দিন এই পরিবেশ সৃষ্টি হয়েছে ? শিক্ষার অবমাননা হচ্ছে। সকালে আজকে ব্যানার হাতে প্রতিবাদ করতে নেমে পড়েন সকলে।

আরও পড়ুন: দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ধুন্ধুমার, চলল গুলি

প্রতিবাদ জানিয়েছেন যারা মেলা পছন্দ করেন না তারাও। সকলের একই বক্তব্য একটা গুরুত্বপূর্ণ জায়গাতে কিভাবে মেলা করার অনুমতি দিচ্ছে প্রশাসন? হিন্দি হাই স্কুল  শিলিগুড়ি অন্যতম একটা ঐতিহ্যবাহী হাই স্কুল, এইখানে এইভাবে মেলা করা একেবারে অনুচিত। একে স্কুলের সুনাম ক্ষুন্ন হচ্ছে। তারা যদি মেলা বন্ধ না করেন তবে তারা আরো বড় আন্দোলনের পথে যাবেন বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা

এই মুহূর্তে

আরও পড়ুন