শহরের বুকে ভয়াবহ আগুন। রবিবার রাতে আগুন লাগল পাথুরিয়াঘাটা স্ট্রিটের একটি কমার্শিয়াল বিল্ডিংয়ের চারতলায়। দাউদাউ করে জ্বলতে দেখা যায় গোটা চারতলা। দমকলের ১০টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে আহত হয়েছেন পাঁচজন। দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন: ‘চ্যাট’ ফাঁস! ট্রাম্পের ‘মুখ পোড়াল’ প্রতিরক্ষা সচিবের আরও এক ভুল
জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে দশটা নাগাদ আগুন লাগে ৬৫ /এ পাথুরিয়াঘাটা স্ট্রিটে। একটি কমার্শিয়াল বিল্ডিং-এর চারতলায় কাপড়ের গুদামে। বিল্ডিংয়ের ভিতরে সেই সময় যারা ছিলেন, আগুনে তারা আটকে পড়েন। তারা ছাদে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু ছাদের দরজায় তালা দেওয়া ছিল। তাই বের হতে পারেননি।
গতকাল রাতেই পুলিশ তিনজনকে উদ্ধার করেছিল। আগুনের ধোঁয়ায় সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন দুইজন। এ দিন সকালে তাঁদের উদ্ধার করা হয়। তাদের উদ্ধার করে মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: উত্তর আষাঢ় নক্ষত্রে সাধ্য যোগ, সপ্তাহের প্রথম দিন! আপনার অর্থ ভাগ্যটা কেমন যাবে?
খবর দেওয়া হয় দমকলে। সংকীর্ণ গলি হওয়ায় দমকলের ঢুকতে সমস্যা হচ্ছিল। পরে ১০টি ইঞ্জিন এসে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। সকাল থেকে বিল্ডিংটি কুলিংয়ের কাজ করা হচ্ছে।
আগুন নেভানোর পর ওই বিল্ডিং থেকে দুই ব্যক্তিকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে একজন স্থানীয় এক মন্দিরের পুরোহিত বলেই জানা গিয়েছে। তবে কী কারণে বা কোথা থেকে আগুন লাগল, তা এখনও জানা যায়নি।