সিন্ধু জলচুক্তি স্থগিত হওয়া নিয়ে ভারতকে পাল্টা হুঁশিয়ারি দিল ইসলামাবাদ। তারা জানিয়েছে, পাকিস্তানের দিকে জলপ্রবাহে বাধা দেওয়ার চেষ্টা হলে সেটিকে যুদ্ধ হিসাবে দেখা হবে। শিমলা চুক্তি-সহ ভারতের সঙ্গে সব দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত রাখা হতে পারে বলেও জানিয়েছে পাকিস্তান। একই সঙ্গে ভারতের সঙ্গে বাণিজ্যও বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
সংবাদ সংস্থা রয়টার্স অনুসারে, পাকিস্তান জানিয়েছে তারা ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দিচ্ছে। ভারতকে তৃতীয় কোনও দেশে বাণিজ্যের জন্যও তারা নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। বস্তুত, বুধবার রাতেই ভারতীয় বিদেশ মন্ত্রক থেকে জানিয়ে দেওয়া হয়েছে সিন্ধু জলচুক্তি আপাতত স্থগিত রাখছে ভারত। পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না-করা পর্যন্ত এই সিদ্ধান্ত বজায় থাকবে। ভারতের এই সিদ্ধান্তে তীব্র আপত্তি জানিয়েছে পাকিস্তান। রয়টার্স অনুসারে, সিন্ধু জলচুক্তি নিয়ে নয়াদিল্লির ঘোষণাকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ।
আরও পড়ুন: মাধ্যমিকের ফল বেরোবে ২ মে, ঘোষণা করল পর্ষদ
শুধু তা-ই নয়, নিজেদের আকাশসীমাও ভারতকে আর ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। প্রতিটি ভারতীয় উড়ানসংস্থার জন্য এই নিয়ম কার্যকর থাকবে বলে জানিয়েছে তারা। ইসলামাবাদে প্রায় দু’ঘণ্টা ধরে চলা জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষ হতেই ঘোষণা করল শাহবাজ় শরিফের পাকিস্তান সরকার।
বুধবার রাতে সাংবাদিক বৈঠক করে ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী জানিয়েছিলেন, নয়াদিল্লিতে পাকিস্তানি হাইকমিশনে প্রতিরক্ষা সংক্রান্ত আধিকারিকদের ‘অবাঞ্ছিত’ হিসাবে ঘোষণা করেছে নয়াদিল্লি। এক সপ্তাহের মধ্যে তাঁদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই সময়েই তিনি জানান, ইসলামবাদেও ভারতীয় হাইকমিশন থেকে প্রতিরক্ষা সংক্রান্ত আধিকারিকদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। উভয় দেশেই দূতাবাসের আধিকারিক সংখ্যাও আগামী ১ মে ৩০-এ নামিয়ে আনা হবে বলেও জানিয়েছিলেম মিস্রী।
আরও পড়ুন: এ বার করাচি উপকূলে ক্ষেপণাস্ত্র পরীক্ষার তোড়জোড় পাকিস্তানে! কড়া নজর রাখছে ভারত
বস্তুত, বৃহস্পতিবার বিকেলে ইসলামাবাদ থেকে আবারও সেই ঘোষণাই করা হয়েছে। ৩০ এপ্রিলের মধ্যে ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে থাকা প্রতিরক্ষা আধিকারিকদের পাকিস্তান ছাড়ার জন্য বলেছে শাহবাজ় প্রশাসন। দূতাবাসে কূটনীতিকের সংখ্যাও ৩০-এ নামিয়ে আনার কথা বলেছে তারা।
পাকিস্তান আরও জানিয়েছে, এখন থেকে তারাও ওয়াঘা সীমান্ত বন্ধ করে দিচ্ছে। যে ভারতীয়েরা ওয়াঘা সীমান্ত হয়ে পাকিস্তানে প্রবেশ করেছেন, তাঁদের ৩০ এপ্রিলের মধ্যে পাকিস্তান থেকে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে তারা। ভারতীয়দের জন্য ‘সার্ক’ ভিসা বাতিল করার কথাও ঘোষণা করেছে পাকিস্তান। ‘সার্ক’ ভিসায় যে ভারতীয়েরা পাকিস্তানে রয়েছেন, তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বস্তুত, বুধবার রাতে সীমান্ত বন্ধ এবং ভিসা বাতিল সংক্রান্ত একই নির্দেশ দিয়েছে ভারতও।