Wednesday, 30 April, 2025
30 April, 2025
Homeআন্তর্জাতিক নিউজPakistan: রুদ্রমূর্তি ঝিলমের, বন্যা আতঙ্কে দিশাহারা PoK, ভারত হঠাৎ জল ছাড়ায় বিপত্তি?

Pakistan: রুদ্রমূর্তি ঝিলমের, বন্যা আতঙ্কে দিশাহারা PoK, ভারত হঠাৎ জল ছাড়ায় বিপত্তি?

পাকিস্তানের অভিযোগ, এ ভাবে না বলে-কয়ে জল ছাড়া আদতে ভারতের কৌশল।

শুরু হয়ে গেল জল-যুদ্ধ? পাকিস্তান অধিকৃত কাশ্মীেরর মুজফফরাবাদে জারি হয়েছে সতর্কতা। ঝিলমের জলের স্তর হঠাৎ করে বেড়ে যাওয়ায় জারি করা হয়েছে সতর্কতা। শনিবার বিকেলে হঠাৎ করেই ঝিলমের জলস্তর বেড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, পাকিস্তানকে কোনও আগাম তথ্য না দিয়েই ভারত থেকে জল ছাড়া হয়েছে, সেই কারণেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

আরও পড়ুন: বৈশাখী অমাবস্যায় প্রীতি যোগের সুফল, বাজিমাত এই চার রাশির

সংবাদমাধ্যম সূ্ত্রের খবর, মুজফফরবাদের ঝিলাম লাগোয়া এলাকার বাসিন্দারা জানিয়েছেন, হঠাৎ করেই নদীর জলস্তর বেড়ে যায়। এর ফলেই বন্যার আতঙ্ক তৈরি হয়েছে। পাকিস্তানের অভিযোগ, এ ভাবে না বলে-কয়ে জল ছাড়া আদতে ভারতের কৌশল। সিন্ধু জলচুক্তি রদ করে পহেলগাম কাণ্ডের পর ভারত ইচ্ছাকৃত ভাবে এমন করছে বলে অভিযোগ।

আরও পড়ুন: ভারতকে ‘সবুজ সঙ্কেত’ দিল আমেরিকা; পহেলগাঁওয়ের বদলা নিতে পাকিস্তানে ঢুকে ফৌজি অপারেশন?

পাকিস্তান অধিকৃত কাশ্মীরের স্থানীয় প্রশাসন পরিস্থিতির জেরে হাতিয়ান-বালা এলাকায় আপৎকালীন পরিস্থিতি জারি করেছে। লাগোয়া এলাকাতেও জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও বেশ কিছু মসজিদ থেকে সাধারণ বাসিন্দাদের নিরাপদ এলাকায় সরে যেতে বলা হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন