Wednesday, 30 April, 2025
30 April, 2025
Homeদক্ষিণবঙ্গDigha: দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে ট্রেন বাতিল নিয়ে তুঙ্গে তরজা

Digha: দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে ট্রেন বাতিল নিয়ে তুঙ্গে তরজা

২৬ এপ্রিল থেকে আগামী ৪ মে পর্যন্ত হাওড়া দিঘা স্পেশ্যাল এবং পাঁশকুড়া দিঘা স্পেশ্যাল- এই দুটি ইএমইউ ট্রেনে বগির অভাব এবং অপারেশনাল সমস্যার কারণে বন্ধ রাখা হচ্ছে।

দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে ট্রেন বাতিলকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আগামী ৩০ এপ্রিল, অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথ ধামের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৬ এপ্রিল থেকে আগামী ৪ মে পর্যন্ত হাওড়া দিঘা স্পেশ্যাল এবং পাঁশকুড়া দিঘা স্পেশ্যাল- এই দুটি ইএমইউ ট্রেনে বগির অভাব এবং অপারেশনাল সমস্যার কারণে বন্ধ রাখা হচ্ছে।

আরও পড়ুন: জগন্নাথের মাহাত্ম্যই থিম! চন্দননগরের আলোয় সেজে উঠেছে সৈকতনগরী দিঘা

তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই ঘটনায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছে। তারা মনে করছে ইচ্ছাকৃতভাবে এই কাজ করা হয়েছে। এভাবে মানুষকে আটকানো যাবে না।রাজ্যের মন্ত্রী অরূপ রায় বলেন, “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ করা হয়েছে। এটা অত্যন্ত ছোট মানসিকতার পরিচয়। সেদিন ইতিহাস সৃষ্টি হবে। কেন্দ্রীয় সরকার ও বিজেপি চক্রান্ত করে মানুষকে আটকাতে পারবে না।”

আরও পড়ুন: অবরুদ্ধ লাচেন, লাচুং, পর্যটক উদ্ধারে চরম সমস্যা

বিজেপি নেতা ওম প্রকাশ সিং বলেন, “রেল কর্তৃপক্ষ তাদের কাজ করেছে ভাল বুঝে। জগন্নাথ মন্দির নিয়ে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। এতে কিছু লাভ হবে না।”

এই মুহূর্তে

আরও পড়ুন