Sunday, 3 August, 2025
3 August, 25
Homeআন্তর্জাতিক নিউজPakistan: ‘গর্ভবতী’ পাকিস্তান, যে কোনও সময়ে জন্মাতে পারে বালোচিস্তান!

Pakistan: ‘গর্ভবতী’ পাকিস্তান, যে কোনও সময়ে জন্মাতে পারে বালোচিস্তান!

ভারতের সঙ্গে যুদ্ধ করবে কী, ঘরের বিদ্রোহ আগে সামলাক। বালোচিস্তান লিবারেশন আর্মিকে সামলাতে হিমশিম খাচ্ছে পাকিস্তান।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ভারতের সঙ্গে শত্রুতা করেই চলেছে পাকিস্তান, বারেবারে জঙ্গি হানায় রক্তাক্ত হয়েছে দেশ। আর এই সমস্ত হামলার পিছনে বারবার উঠে এসেছে পাকিস্তান যোগ। পহেলগাঁওয়ের জঙ্গি হামলা, যেখানে ২৬ জন নিরাপরাধ হিন্দুকে হত্যা করেছে জঙ্গিরা, সেখানেও পাক যোগ স্পষ্ট। যুদ্ধ যুদ্ধ আবহ তৈরি করেছে পাকিস্তান, এদিকে ঘরেই তারা বেসামাল। ভারতের সঙ্গে যুদ্ধ করবে কী, ঘরের বিদ্রোহ আগে সামলাক। বালোচিস্তান লিবারেশন আর্মিকে সামলাতে হিমশিম খাচ্ছে পাকিস্তান।

বালোচিস্তানের কোয়েট্টায় মারগাটে পাকিস্তানি সেনা কনভয়ে হামলা চলে। আইইডি বিস্ফোরণে কমপক্ষে ১০ জন পাক মিলিটারির মৃত্যু হয়। এই হামলার দায় স্বীকার করেছে বালোচ লিবারেশন আর্মি। পাক সেনার উপরে আঘাত আরও বাড়বে বলেই হুমকি দিয়েছে তারা।

আরও পড়ুন: বদলা নিতে বড় আকারের ধ্বংসলীলা চালাবে ভারতীয় ফৌজ! ‘বন্ধু’ রাশিয়ার স্পষ্ট ইঙ্গিতে আতঙ্কে কাঁপছে পাকিস্তান

অন্যদিকে, বালোচিস্তানের দেওয়ালে দেওয়ালে যে পাকিস্তান লেখা ছিল বড় বড় হরফে, পাকিস্তানি পতাকা আঁকা ছিল, তাও কালো কালি দিয়ে কেটে দিয়েছে বালুচের বাসিন্দারা। তারা কোনওভাবেই পাকিস্তানের শাসন মানতে নারাজ। বাইরে যেখানে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান, সেখানে ঘরের অন্দরের এই বিদ্রোহের মুখে পড়তে হচ্ছে। কোনদিক সামলাবে তারা?

আরও পড়ুন:  কমরেডদের মধ্যে মারামারি, কসবার পার্টি অফিসে

প্রসঙ্গত, গত মার্চ মাসেই পাকিস্তানে আস্ত একটা ট্রেন হাইজ্যাক করে নিয়েছিল বালোচ আর্মি। ৩০ ঘণ্টার অভিযানে বন্দিদের মুক্ত করে পাক নিরাপত্তা বাহিনী। নিকেশ করা হয় ২৭ জঙ্গিকে। পাক নিরাপত্তা বাহিনীর ৩০ জন জওয়ানেরও মৃত্য়ু হয়। বালোচিস্তান লিবারেশন আর্মি দীর্ঘদিন ধরেই পাকিস্তান থেকে স্বাধীনতা চাইছে। যুদ্ধ আবহে এবার যদি বালোচ আর্মি পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে, তাহলে কী করবে?

এই মুহূর্তে

আরও পড়ুন