২০২৪ সালের জুনের পর ২০২৫ সালের এপ্রিল। অর্থাৎ ১০ মাস পর ফের দাম বাড়ল দুধের । ৩০ এপ্রিল অর্থাৎ বুধবার থেকে মাদার ডেয়ারি (Mother Dairy) আবারও প্রতি লিটারে দুধের দাম ২ টাকা বৃদ্ধির ঘোষণা করেছে।
আরও পড়ুন: মালিক পলাতক; অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু দুই শিশু-সহ ১৪ জনের, চলছে উদ্ধারকাজ, সিট গঠন পুলিশের
সংবাদসংস্থা সূত্রের খবর, সংশ্লিষ্ট দুধ কোম্পানির তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, উৎপাদনের পাশাপাশি বন্টন খরচ বৃদ্ধি পেয়েছে আগের থেকে। তাই দুধের দাম বাড়ানো ছাড়া তাঁদের কাছে কোনও উপায় ছিল না। সেই প্রেক্ষিতেই লিটার প্রতি সব রকমের দুধের দাম ২ টাকা করে বাড়িয়েছে তারা।
আরও পড়ুন: অক্ষয় তৃতীয়ায় রবি যোগ, বছরের সবচেয়ে শুভ দিন; পারিবারিক জীবনে সুখের জোয়ার এই চার রাশির
ইতিমধ্যে রাজধানী দিল্লিতে এই নির্দেশ কার্যকরী হয়েছে। কলকাতা-সহ দেশের অন্যান্য জায়গাতেও এই নির্দেশ বুধবার থেকেই কার্যকরী হবে কিনা তা স্পষ্ট নয়। তবে বিক্রেতাদের মতে, দিল্লিতে দাম বেড়েছে, অন্যান্য জায়গাতেও শীঘ্রই এই নির্দেশ কার্যকরী হতে পারে। সংস্থার তরফে জানানো হয়েছে, টোনড মিল্কের (বাল্ক ভেন্ড) দাম প্রতি লিটার ৫৪ টাকা ছিল। এখন থেকে তা ক্রয় করতে হবে ৫৬ টাকায়। একইভাবে ফুল ক্রিম মিল্ক (পাউচ) এর দাম প্রতি লিটারে ৬৮ টাকা থেকে বেড়ে ৭০ টাকা করা হয়েছে। একইভাবে টোনড মিল্কের (পাউচ) দাম প্রতি লিটার ৫৬ টাকা থেকে বেড়ে ৫৮ টাকা এবং ডাবল টোনড মিল্কের দাম প্রতি লিটার ৪৯ টাকা থেকে বেড়ে ৫১ টাকা করা হল।
এর আহে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দুধের দাম বৃদ্ধি করা হয়েছিল। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে নতুন করে দুধের দাম বৃদ্ধি পাওয়ায় মধ্যবিত্তের পকেটে টান পড়বে বলেই মত অনেকের।