Sunday, 3 August, 2025
3 August, 25
Homeউত্তরবঙ্গISKCON: ইসকন মন্দিরের দানবাক্স ভেঙে চুরি, সিসিটিভি ফুটেজ ধরিয়ে দিল চোরকে

ISKCON: ইসকন মন্দিরের দানবাক্স ভেঙে চুরি, সিসিটিভি ফুটেজ ধরিয়ে দিল চোরকে

চোর ভাবতেও পারেনি তার কার্যকলাপ বন্দি হচ্ছে সিসি ক্যামেরায়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

দান বাক্স ভেঙে হাজার হাজার টাকা চুরি করে নিয়ে গেল চোর। ২৯ এপ্রিল রাতে ঘটনাটি ঘটে শিলিগুড়ি ইসকন মন্দিরে। চোর ভাবতেও পারেনি তার কার্যকলাপ বন্দি হচ্ছে সিসি ক্যামেরায়। সেই ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করে পাকড়াও করল ভক্তিনগর থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয়েছে  চুরি যাওয়া টাকাও।

আরও পড়ুন: পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই অ্যাকশন নিল ভারত, পাক প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল নিরাপত্তার স্বার্থে ‘ব্লক’

জানা গিয়েছে, গত ৩০ এপ্রিল সকালে ইসকন মন্দিরের সাধুদের নজরে আসে মন্দিরের তিনটি দানবাক্স ভাঙা। দান বাক্সগুলি ভেঙে চোর চুরি করে নিয়ে গিয়েছে সব টাকা। এই ঘটনা নজরে আসতেই শোরগোল পড়ে যায় ইসকন মন্দির জুড়ে। মন্দিরের তরফে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়ের হতেই তদন্তে নামে পুলিশ। চুরির সময়কার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোরকে চিহ্নিত করে ভক্তিনগর থানা। গতকাল রাতে অভিযুক্তকে শিলিগুড়ির ঘোগোমালি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতের হেপাজত থেকে উদ্ধার নয় নগদ ৫৬ হাজার ৬৪০ টাকা।

আরও পড়ুন: আজ ২ মে চন্দননগরের ‘স্বাধীনতা দিবস’; চন্দননগরকে ‘হেরিটেজ’ ঘোষণার দাবি উঠল স্বাধীনতা দিবসে, এই দিনেই শেষ হয়েছিল ফরাসি শাসন

ধৃতের নাম সম্রাট দাস। বাড়ি ঘোগোমালি এলাকাতে। শুক্রবার ধৃতকে তোলা হয়েছে জলপাইগুড়ি জেলা আদালতে। বাকি খোয়া যাওয়া টাকা উদ্ধার করতে ধৃতকে হেপাজতে নিয়েছে পুলিশ।

এই মুহূর্তে

আরও পড়ুন