কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:
বাংলার অন্যতম সেরা জেলা জলপাইগুড়ির এই ফলাফল অবাক করে দিয়েছে সকলকে একসময় মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে কলকাতা এবং অন্যান্য জেলার সাথে সমানে সমানে পাল্লা দিয়ে চলত জলপাইগুড়ি জেলা, কিন্তু সময় বদলে গেছে, বদলে গেছে ছাত্র-ছাত্রীদের মানসিকতা, এরই কারণে কি এই ফলাফল?
আরও পড়ুন: শিখা মিত্রর জন্য দু’বার দল ছেড়েছিলেন সোমেন, দু’বারই নারদ ছিলেন কুণাল
জলপাইগুড়ির এক প্রবীণ শিক্ষক জানালেন খারাপ লাগছে এই ফলাফলে, সারা বাংলার মধ্য এই ফলাফল একটি বিষন্ন করেছে আমাদের, একের পর এক নামকরা এবং ভালো স্কুল আছে জলপাইগুড়িতে, এই ধরনের ফলাফল ভাবাই যায় না। এত ফেল করলো কি কারনে? গোটা জলপাইগুড়ি শহরে এবার খুব খারাপ হয়েছে মাধ্যমিকের ফলাফল, অভিভাবকেরাও বুঝতে পারছেন না খারাপ ফলাফল ঠিক কি কারনে?
আরও পড়ুন: আজ বিশ্ব সংবাদ মাধ্যমের স্বাধীনতা দিবস : কিন্তু সেই স্বাধীনতা আজ ঘোর বিপন্নে !
অনেক অভিভাবকেরা জানিয়েছেন ছেলেমেয়েরা মন দিয়ে পড়াশোনা করছে পড়তে যাচ্ছে তাও এই ফলাফল হতাশ হয়ে গেছে জলপাইগুড়ি, সত্যি হতাশ এরকম খবর তো হতাশ করবে সবাইকেই।