পহেলগাঁও কাণ্ডে জড়িত জঙ্গিরা বিমানে শ্রীলঙ্কার কলম্বোয় পৌঁছেছে। গোয়েন্দা সূত্রে এই খবর পেয়েই কলম্বোর বন্দরনায়েকে বিমানবন্দরে চলছে তল্লাশি অভিযান।
ভারতের গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, চেন্নাই থেকে বিমান ধরে শ্রীলঙ্কার কলম্বোয় পৌঁছেছে পহেলগাঁও হামলায় যুক্ত জঙ্গিরা— এমন খবর আসার পরেই সতর্ক করা হয় কলম্বো প্রশাসনকে। বিমানটি কলম্বোয় অবতরণ করার পরেই শুরু হয় তল্লাশি অভিযান।
আরও পড়ুন: দিলীপ ঘোষের সঙ্গী জিয়ারুল আসলে কে? অর্জুনের বিস্ফোরক দাবি
ভারতের গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, চেন্নাই থেকে বিমান ধরে শ্রীলঙ্কার কলম্বোয় পৌঁছেছে পহেলগাঁও হামলায় যুক্ত জঙ্গিরা— এমন খবর আসার পরেই সতর্ক করা হয় কলম্বো প্রশাসনকে। বিমানটি কলম্বোয় অবতরণ করার পরেই শুরু হয় তল্লাশি অভিযান।
শ্রীলঙ্কার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, চেন্নাই থেকে কলম্বোয় আসা একটি বিমানে ছয় সন্দেহভাজন জঙ্গি রয়েছে— এমনই সতর্কবার্তা এসেছিল ভারত থেকে। তার পরেই ওই বিমানে তল্লাশি অভিযান শুরু হয়। ‘শ্রীলঙ্কান এয়ারলাইন্স’-এর তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তাদের ইউএল ১২২ বিমানটি শনিবার দুপুর ১১টা ৫৯ মিনিটে চেন্নাই থেকে কলম্বোয় আসে। সেটি অবতরণ করার পরেই শুরু হয় তল্লাশি অভিযান।
আরও পড়ুন: শিখা মিত্রর জন্য দু’বার দল ছেড়েছিলেন সোমেন, দু’বারই নারদ ছিলেন কুণাল
বিবৃতিতে জানানো হয়, চেন্নাই এরিয়া কন্ট্রোল সেন্টারের তরফে জানানো হয়, ভারতের ‘ওয়ান্টেড’ তালিকায় থাকা সন্দেহভাজন ওই বিমানে রয়েছে বলে অনুমান করা হচ্ছে। এই বার্তা পাওয়ার পরেই স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে তল্লাশি অভিযান চালায় শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনী।
শ্রীলঙ্কার বিমান সংস্থাটির তরফে পরে জানানো হয়, বিমানটিতে তল্লাশি চালানোর পর পরবর্তী উড়ানের জন্য প্রস্তুত করা হয়। বিমানটি নির্ধারিত সময়ের বেশ কিছু সময় পরে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়।